রাজ্য বিভাগে ফিরে যান

Israel-Iran War: যুদ্ধ বন্ধে ভারতের পদক্ষেপের দাবি মুখ্যমন্ত্রীর

June 24, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: বারো দিন অতিক্রম করে ফেলল মধ্যপ্রাচ্যের লড়াই। ইরান আর ইজরায়েলের লড়াইয়ে ইতিমধ্যে জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সময় মঙ্গলবার সকালেই ট্রাম্প সংঘর্ষবিরতির দাবি করেছেন। যদিও ইরান ও ইজরায়েলের তরফে কোনও বিবৃতি মেলেনি। এরই মধ্যে যুদ্ধে নিয়ে বড় মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “যুদ্ধ বন্ধে ভারতের সঠিক পদক্ষেপ করা উচিত, নাহলে পৃথিবী ধ্বংস হবে, পরিবেশের জন্য মারাত্মক প্রভাব পড়বে।”

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সময়ও মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন। কেন্দ্রের পদক্ষেপ বা সিদ্ধান্তের উপরই আস্থা রেখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত-পাক সংঘর্ষের সময় কেন্দ্রের পাশে থেকে একতার বার্তা দেন মমতা। বছরখানেক আগে ভারত বাংলাদেশ উত্তেজনার আবহেও দেশের সরকারের পাশে ছিলেন মমতা। এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ রুখতেও কেন্দ্রের যথাযথ পদক্ষেপের দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ইরান ও ইজরায়েল যুদ্ধে, নয়াদিল্লি দুই দেশের সঙ্গে কথা চালিয়ে গেলেও সমদূরত্বের অবস্থান নিয়েছে। অপারেশন সিন্ধুর মাধ্যমে দুই দেশে থাকা ভারতীয়দের ফেরানোর অভিযান চলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে উত্তেজনা সংযত করার আহ্বান জানিয়েছিলেন মোদী। এক সপ্তাহ আগে ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা হয়েছে তাঁর। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের হামলা-বিরোধী প্রস্তাব নিয়ে ভোটাভুটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল নয়াদিল্লি। প্রশ্ন উঠেছিল মোদীর অবস্থান নিয়ে। ইজরায়েল এবং ইরানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বজায় রাখতে, আপাতত ভারসাম্য মেপে চলছেন মোদী। সেখানে দাঁড়িয়ে, মনবতার পক্ষে তথা যুদ্ধে বন্ধের পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Mamata Banerjee, #modi govt, #Israel-Iran War, #Iran vs Israel conflict

আরো দেখুন