IND vs ENG: একের পর এক ক্যাচ ফস্কে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ৫ উইকেটে হারল ভারত
June 24, 2025 | 4min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। সিরিজের প্রথম ম্যাচ চলছে হেডিংলেতে। নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল রয়েছেন ভারতের নেতৃত্বে। সিরিজে শুভ সূচনা ভাল করতে তৈরি দুই দলই। দেখে নিন প্রতি মুহূর্তের খেলার লাইভ আপডেট।
UPDATE
২৩:০০: ইংল্যান্ড ৮২ ওভারে ৩৭৩/৫, প্রথম টেস্টে ৫ উইকেটে ভারতকে হারাল ইংল্যান্ড, সিরিজে ১-০ এগিয়ে গেল ইংরেজরা
১৭:০৮ লিডস টেস্টের চতুর্থ ইনিংসে উইকেট না হারিয়ে শতরান ছুঁল ইংল্যান্ড, স্বচ্ছন্দে খেলছেন ডাকেট ও ক্রলি। থিতু হয়ে দ্রুত রান তুলছেন দুই ওপেনার, চাপে ভারতীয় বোলিং।
১৬:৩১ জয়ের জন্য শেষ দিনে ১০ উইকেট চাই ভারতের, তবে প্রথম ঘণ্টায় সফল নয় শুভমনেরা — ৬৩ রানে অপরাজিত ইংল্যান্ডের ওপেনাররা।
১৫:৩১ লিডসে শুরু পঞ্চম দিনের লড়াই, ক্রিজে ডাকেট ও ক্রলি, বোলিংয়ে বুমরাহ।
১১.০২ চতুর্থ দিনের শেষে ৬ ওভারে বিনা উইকেটে ২১ রান ইংল্যান্ডের। জয়ের জন্য পঞ্চমদিনে প্রয়োজন ৩৫০ রান
২২.২২ দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানে অল-আউট ভারত, জয়ের জন্য ৩৭১ রান প্রয়োজন ইংল্যান্ডের
২০:২২ দ্বিতীয় সেশনে ভারতীয় দাপট। রাহুল ও পন্থের শতরান, মাত্র এক উইকেটের খেসারত। এবার নজর করুণ নায়ারের বড় ইনিংসের দিকে।
১৯:৫৮ শতরান পেরিয়ে আক্রমণাত্মক মেজাজে পন্থ। রুটকে এক ওভারে তিন চার, এক ছয় মারার পরই ফিরলেন তিনি। বশিরের বলে ক্রলির হাতে ক্যাচ (১১৮)। ভারত ২৮৭/৪।
১৯:৫০ নব্বইয়ের ঘরে পা দিয়েই সতর্ক পন্থ। একের পর এক বল ছাড়লেন, খুচরো রানেই এগোলেন। অবশেষে বশিরের বল কভারে ঠেলে শতরান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করে নজির গড়লেন তিনি।
১৯:১৬ ইংল্যান্ডে আবার শতরান কেএল রাহুলের। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে পৌঁছলেন তিন অঙ্কে। ভারত ২৪৩/৩।
১৮:৪৯: প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও ফর্ম ধরে রেখে হাফসেঞ্চুরি করলেন ঋষভ পন্থ।
১৯:৫০ উইকেট ছেড়ে মারতে গিয়ে বোল্ড কার্স, সিরাজের শিকার। আগ্রাসী ইনিংসে ভারতকে চাপে ফেলেই ফিরলেন। ইংল্যান্ড ৪৫৩/৮, ভারতের থেকে মাত্র ১৮ রান দূরে।
১৯:১৪ অবশেষে তৃতীয় বারেই ব্রুককে ফিরিয়ে দিল ভারত। ৯৯ রানে পুল করে আউট, ব্রুক ফিরলেন সাজঘরে। ইংল্যান্ড ৩৯৮/৭।
১৮:২৯ প্রসিদ্ধের বলে ছয় মারতে গিয়ে বাউন্ডারির ধারে জাডেজা-সুদর্শনের যুগলবন্দীতে আউট স্মিথ (৪২)। ইংল্যান্ড ৩৪৯/৬।
১৭:০০ শার্দূলের ফুলটস মিস করেও বাঁচলেন স্মিথ। আম্পায়ার আউট দিলেও রিভিউতে ধরা পড়ল, বল লেগস্টাম্পের বাইরে যাচ্ছিল। তাই রক্ষা পেলেন স্মিথ।
১৬:৪৭ অবশেষে কাঙ্খিত ব্রেকথ্রু পেল ভারত। স্টোকসকে খোঁচা দিতে বাধ্য করলেন সিরাজ, পেছনে গ্লাভসবন্দি করলেন পন্থ। গুরুত্বপূর্ণ সময়ে ইংল্যান্ডের পঞ্চম উইকেট তুলে নিলেন ভারতীয় পেসার। সিরাজের উল্লাস বুঝিয়ে দিল, এই উইকেট কতটা মূল্যবান।
১৫:৪৪ শুরুতেই ধাক্কা ভারতের। প্রসিদ্ধের বলে খোঁচা, পন্থের হাতে ক্যাচ দিয়ে পোপ ফিরলেন।
২৩:৫৬ তৃতীয় দিনের শুরুতে ২০৯/৩ থেকে খেলতে নামল ইংল্যান্ড। অলি পোপের শতরানে লড়াইয়ে ফিরেছে তারা। ভারতের লক্ষ্য, দ্রুত মিডল অর্ডার ভেঙে ম্যাচে দখল নেওয়া।
২২:০০: দ্বিতীয় উইকেটের পতন, ২৮.৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ১২৬/২
২১:০০: ১৭ ওভারে ইংল্যান্ডের স্কোর ৮৬/১
১৭.৪১: লাঞ্চ ব্রেকের আগে ১০৮.৪ ওভারে ভারতের স্কোর ৪৫৪/৭
১৭.০৫: ১০৫ ওভার শেষে স্কোর ৪৪৭/৫। ঋষভ পন্থ ১৩০*
১৬.৪৭: ১০০ ওভার শেষে স্কোর ৪২৬/৩। শুভমন গিল ১৪৪* এবং ঋষভ পন্থ ১১৩*
১৬.২০: ৯৫ ওভার শেষে স্কোর ৩৯৩/৩। শুভমন গিল ১৩৯* এবং ঋষভ পন্থ ৮৪*
১৫.৫৫: ৯০ ওভার শেষে স্কোর ৩৭৪/৩। শুভমন গিল ১৩২* এবং ঋষভ পন্থ ৭৫*
১৫.৩০: দ্বিতীয় দিনের খেলা শুরুতে ব্যাটে নামলেন শুভমন গিল এবং ঋষভ পন্থ
২৩:০০: প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯/৩, শুভমন ১২৭*, পন্থ ৬৫*
২২:৪৮: পন্থের অর্ধশতরান, ভারতের স্কোর ৮১ ওভারে ৩৩৮/৩
২২:২৩: ভারতের স্কোর ৭৬ ওভারে ৩১৮/৩
২২:১৬: অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই সেঞ্চুরি শুভমনের, ভারতের স্কোর ৭৫ ওভারে ৩০৪/৩
২১:৪৯: ৯০ রানে ব্যাট করছেন শুভমন, ২৪ রানে ব্যাট করছেন পান্থ, ভারতের স্কোর ৬৯ ওভারে ২৭৫/৩
২০:১৫: ১০১ রান করে আউট যশস্বী, ভারতের স্কোর ২২১/৩
২০:১২ চা-বিরতিতে ভারতের স্কোর ২১৫/২। ৫১ ওভারের শেষে অপরাজিত যশস্বী ১০০ ও শুভমন ৫৮ রানে ব্যাট করছেন।
২০:০৪ টেস্টে শুরুতেই সেঞ্চুরি করে চমকে দিলেন যশস্বী। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপে পড়েছে ইংল্যান্ডের বোলাররা।
১৯:২৯ অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ইনিংসেই হাফসেঞ্চুরি শুভমনের। ৫৫ বলে অর্ধশতরান করে ইংল্যান্ডের উপর চাপ তৈরি করেছেন।
১৯:২৬ প্রথম সেশনে ফুল ও গুড লেংথে বল করছিলেন ইংল্যান্ডের পেসাররা। কিন্তু যশস্বী ও শুভমনের আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনে বদলাতে হয়েছে ছক। এখন শরীর লক্ষ্য করে বাউন্সার দিচ্ছেন পেসাররা, লেগ সাইডে বাড়ানো হয়েছে ফিল্ডার।
১৯:০৬ দ্বিতীয় সেশনে রানে গতি বাড়িয়েছে ভারত। ক্রিস ওকসের এক ওভারে তিনটি চার মারলেন যশস্বী। ৩৮ ওভারে স্কোর ১৫৮/২। যশস্বী ৬৬, শুভমন ৪০ রানে অপরাজিত।
১৮:৫১ ইংল্যান্ডে দুর্দান্ত শুরু যশস্বীর। প্রথম টেস্টেই ৯৬ বলে অর্ধশতরান।
১৮:২৫ হেডিংলেতে প্রথম ইনিংসে শতরান ছুঁল ভারত, অপরাজিত যশস্বী ও শুভমন
১৭:৩৮ ৪২ রানে ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমন গিল। মধ্যাহ্নভোজের বিরতির পর মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ৯২/২
১৭:৩২ বিরতির ঠিক আগে পর পর দু’ওভারে দুই উইকেট হারাল ভারত। শূন্য রানে ফিরলেন সাই সুদর্শন
১৭:২৬ ৪২ রান করে আউট হলেন রাহুল। প্রথম উইকেট হারাল ভারত।
১৭:০১ প্রথম দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই কাটালেন যশস্বী ও রাহুল। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৪৪/০। শুরুতেই জমে উঠেছে ওপেনিং জুটি
১৬:২৪ ইংল্যান্ডের পিচে সকালে বল সুইং করে, সেটা ভালোভাবেই জানেন যশস্বী ও রাহুল। তাই শুরু থেকেই ঝুঁকি না নিয়ে ধৈর্য ধরে খেলছেন তাঁরা।
১৫:৩৪ ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।
১৫:১৭ ভারত টস হেরে গেল। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।