খেলা বিভাগে ফিরে যান

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশী

June 24, 2025 | < 1 min read

সোমবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনার দিলীপ দোশী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। দিলীপ দোশী গুজরাটের হলেও বাংলার হয়ে খেলেছেন। ভারতের হয়ে ৩৩টি টেস্ট খেলেন। ১৫টি একদিনের ম্যাচ খেলেন। ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন। ৩০ বছর বয়সের পর টেস্ট অভিষেক হয় তাঁর। কিন্তু তারপর ১০০ উইকেটের বেশি তুলে নেন। এই তালিকায় বাকি তিনজন হলেন ক্ল্যারি গ্রিমেট, সৈয়দ আজমল এবং রায়ান হ্যারিস।

১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে ২। অভিষেকেই ভারতের সেরা বোলারের শিরোপা অর্জন করেন। কলকাতায় ৭০ হাজার দর্শকের সামনে ইডেন গার্ডেনে চার উইকেট তুলে নেন। এরপর ভারতীয় দলে তাঁর জায়গা পাকা হয়ে যায়। কিন্তু তারপর বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা ধরে রাখতে পারেননি।

১৯৮০-৮১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় দোশীর। একদিনের ক্রিকেটে ৩০ রানে ৪ উইকেট তাঁর সেরা। সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হলেও, ঘরোয়া ক্রিকেটে বেশিরভাগ সময় বাংলার হয়ে খেলেন। ১৯৭৪ সালে অসমের বিরুদ্ধে ৬ রানে ৬ উইকেট নেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে যা রেকর্ড। রঞ্জিতে তাঁর উইকেট সংখ্যা ৩১৮।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Bengal, #dilip doshi

আরো দেখুন