রাজ্য বিভাগে ফিরে যান

Weather Update: দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি? জানাল আবহাওয়া দপ্তর

June 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঝাড়খন্ডে একটি ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পশ্চিমের জেলাগুলোয় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে অবিরাম বর্ষায় ফুঁসছে তিস্তা ও মহানন্দা, জারি একাধিক সতর্কতা। জাতীয় সড়ক ১০-র একাধিক জায়গায় ধস নেমেছে। তিস্তায় জারি হয়েছে হলুদ সতর্কবার্তা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন