নিউজ ডেস্ক , দৃষ্টিভঙ্গি, ৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ এবং আগামীকাল অর্থাৎ রথের দিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে।
শুক্রবার রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর সহ পশ্চিমের সব জেলায়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।