রাজ্য বিভাগে ফিরে যান

উদ্বোধন হল হাওড়া-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেসের

June 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ২০:০০: উদ্বোধন হল পুরুলিয়া-বাঁকুড়া-হাওড়া মেমু ট্রেন ভায়া মশাগ্রাম নতুন ট্রেনের। শনিবার হাওড়া ডিভিশনের সাঁতরাগাছি স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পরিষেবার শুভ সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রুট: পুরুলিয়া → আদ্রা → বাঁকুড়া → মশাগ্রাম → হাওড়া (একই রুটে ফেরত আসবে হাওড়া থেকে)

সময়সূচি:

পুরুলিয়া থেকে ছাড়বে: ভোর ৪:০০

হাওড়া পৌঁছবে: সকাল ১১:৪০

হাওড়া থেকে ফের ছাড়বে: বিকেল ৪:১৫

পুরুলিয়ায় পৌঁছবে: রাত ১১:৫৫

কোন কোন স্টপেজে থামবে:

পুরুলিয়া → বাঁকুড়া: ৪টি স্টপেজ

বাঁকুড়া → মশাগ্রাম: প্রতিটি স্টেশনে থামবে

মশাগ্রাম → হাওড়া: ১২টি স্টপেজ

ভাড়া: ৬০ টাকা

মোট যাত্রা সময়: ৭ ঘণ্টা ৪০ মিনিট (যেখানে এক্সপ্রেস ট্রেনে সময় লাগে ৬ ঘণ্টা)

প্রাথমিকভাবে ৮টি কামরা নিয়ে চালু করা হল ট্রেনটি, ভবিষ্যতে বাড়িয়ে ১২টি কামরা করা হতে পারে।

SM Caption: হাওড়া-পুরুলিয়া স্পেশ্যাল ট্রেন: জেনে নিন রুট, ভাড়া ও সময়সূচী

TwitterFacebookWhatsAppEmailShare

#train, #inauguration, #howrah purulia intercity, #intercity express

আরো দেখুন