হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

অগ্নিমিত্রাকে নিয়ে এবার ফাঁপরে বঙ্গ বিজেপি

June 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১২:০০: বাংলার রাজনীতিতে বিজেপির গোষ্ঠী সংঘাত নতুন বিষয় নয়। তবে এবারের কারণ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। শোনা যাচ্ছে, দলের এই নেত্রীকে কুকথা বলেছেন দলেরই আর এক নেতা।

নেত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপিরই রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অভিযোগও জমা পড়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে। আর তারপরে চিঠির সত্যতা যাচাই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

এসবেরই মাঝে বিজেপিকে অস্বস্তিতে পড়তে হয়েছে এই নেত্রীর আর এক মন্তব্য নিয়ে। কসবা কান্ড নিয়ে সাংবাদিক বৈঠক করার জন্য মহিলা মুখ বেছে নিয়ে সুর চড়াতে চেয়েছিলো বিজেপি। কিন্তু, অগ্নিমিত্রার মন্তব্যে তাদের এই পরিকল্পনা যে খানিকটা বুমেরাং হয়েই ফিরবে সেটা আন্দাজ করতে পারেনি কেউই।

আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআই ‘সফল নয়’, বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, কসবার ঘটনার তদন্ত সিবিআই নয়, এই পুলিশ করুক।

রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে বসে তার করা এই মন্তব্যকে অবশ্য দল মানতে নারাজ। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওই মন্তব্য অগ্নিমিত্রার ব্যক্তিগত।

সামনেই বিজেপির রাজ্য সভাপতি পদের নির্বাচন। জল্পনা অনুযায়ী সেই দৌড়ে নাম উঠে এসেছে অগ্নিমিত্রা পলেরও। এরই মাঝে এই দুই ঘটনায় কার্যত বেসামাল পরিস্থিতিতে পড়েছে বিজেপি তা আর বলার অপেক্ষা রাখে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#HTK, #bjp, #BJP West Bengal, #Agnimitra Paul

আরো দেখুন