রাজ্য বিভাগে ফিরে যান

হার দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড

June 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩১: হার দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল মোহনবাগান। সোমবার পুলিশ এসি-র কাছে ১-০ ব্যবধানে হেরে গেল সবুজ-মেরুন ব্রিগেড। এই পুলিশ এসির কাছেই গত মরশুমে ২-৩ গোলে হারতে হয়েছিল ডেগি কার্ডোজোর ছেলেদের। তাই বাগানের সামনে সুযোগ ছিল মধুর বদলা নেওয়ার। যদিও সেই সুযোগ হাতছাড়া করে ০-১ গোলে হেরে কলকাতা লিগ অভিযান শুরু করল গোষ্ঠ পাল সরণির ক্লাব।

সোমবার শুরুটা খারাপ করেনি মোহনবাগান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়ে যায় তারা। কিন্তু সালাউদ্দিনের ক্রস আটকে দেন পুলিশের গোলরক্ষক সুরজ আলি। কিছুক্ষণের মধ্যে আবার সুযোগ পায় মোহনবাগান। কিন্তু এবারও সফল হননি সালাউদ্দিন। তাঁর ফ্রিকিক বাঁচিয়ে দেন সুরজ। পুলিশ প্রথম সুযোগ পায় ১৮ মিনিটের মাথায়। কিন্তু তাদের দূরপাল্লার শট গোলে ছিল না।

প্রথমার্ধে মোহনবাগান, বিশেষ করে সালাউদ্দিন আরও সুযোগ পান। কিন্তু কখনও তিনি লক্ষ্যভ্রষ্ট হন। কখনও সেই ঢাল হয়ে দাঁড়ান পুলিশের গোলরক্ষক সুরজ। ৪৭ মিনিটে ফ্রিকিক পায় পুলিশ। সেখান থেকে গোল করেন সাহিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohun Bagan fc, #CFL, #Football

আরো দেখুন