বিবিধ বিভাগে ফিরে যান

World Social Media Day: ভুয়ো খবর চেনার কৌশল ও তার বিরুদ্ধে লড়াইয়ের উপায়

June 30, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৮: ৩০ জুন পালিত হয় বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস (World Social Media Day)। এই দিনে আমরা উদযাপন করি ডিজিটাল দুনিয়ার সেই শক্তিকে, যা আমাদের মত প্রকাশের অধিকার দিয়েছে, দূরত্ব ঘুচিয়েছে এবং দুনিয়ার যেকোনো প্রান্তে বসে মানুষের সঙ্গে যোগাযোগ সম্ভব করে তুলেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া শুধু আলোর সন্ধানই দেয় না, তার এক গভীর অন্ধকার দিকও আছে – ভুয়ো খবর বা মিসইনফরমেশন (Fake News and Misinformation)।

আজকের দিনে দাঁড়িয়ে ভুয়ো খবর এক মারাত্মক সামাজিক ব্যাধি। রাজনৈতিক ষড়যন্ত্র (political conspiracy) হোক বা সাম্প্রদায়িক বিদ্বেষ (communal enmity), সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে ছড়িয়ে পড়ছে হাজারো ভুল তথ্য, যা বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে এবং তৈরি করছে ভয়, ঘৃণা আর বিভেদ।

কীভাবে চিনবেন ভুয়ো খবর?

ভুয়ো খবর চেনার কিছু সহজ কিন্তু কার্যকরী উপায় রয়েছে –

১. উৎস যাচাই করুন: যেকোনো তথ্য শেয়ার করার আগে সেটা কোন উৎস থেকে এসেছে তা দেখুন। সরকারি ওয়েবসাইট, নামী সংবাদমাধ্যম না হলে সতর্ক হোন।

২. অতিরঞ্জিত ভাষা ও ক্যাপশনে সন্দেহ: “তৎক্ষণাত দেখুন”, “আপনি বিশ্বাসই করতে পারবেন না”, “দেশবিরোধী ষড়যন্ত্র ফাঁস!”- এই ধরণের উত্তেজক বা বিভ্রান্তিকর ক্যাপশন ভুয়ো খবরের বড় লক্ষণ।

৩. ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ব্যবহার করুন: AltNews, BoomLive, Factly-র মতো নিরপেক্ষ ওয়েবসাইটে খবরটি যাচাই করে নিন।

৪. ছবি বা ভিডিওর রিভার্স সার্চ করুন: গুগল ইমেজ বা InVID-এর সাহায্যে ছবি বা ভিডিওর আসল উৎস খুঁজে বের করুন।

৫. তারিখ ও প্রসঙ্গ মিলিয়ে দেখুন: অনেক পুরনো খবর বা ভিডিও নতুন ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। তাই সময়কাল দেখে নিন।

ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াইয়ের উপায় কী?

১. সচেতনতা গড়ে তুলুন: পরিবার, বন্ধু, সহকর্মীদের সঙ্গে আলোচনা করে তাদেরও সতর্ক করুন। সবাই মিলে সচেতন থাকলেই এই সমস্যার মোকাবিলা করা সম্ভব।

২. দায়িত্বশীল শেয়ারিং: সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে নিজে যাচাই করুন। আগে যাচাই, পরে শেয়ার – এই নীতিতে চলুন।

৩. রিপোর্ট করুন: কোনো পোস্ট যদি ঘৃণার বার্তা ছড়ায় বা ভুল তথ্য দেয়, সেটা সোশ্যাল মিডিয়া প্যাটফর্মে রিপোর্ট করুন। প্রয়োজনে সাইবার ক্রাইম (Cyber Crime) শাখার কাছেও অভিযোগ জানান।

৪. সঠিক খবর ছড়ান: ভুয়ো খবরের পাল্টা হিসেবে যাচাই করা, সত্য খবর মানুষের কাছে পৌঁছে দিন।

বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবসে আমাদের সংকল্প হোক – ডিজিটাল দুনিয়ার দায়িত্ববান নাগরিক (Netizen) হওয়া। সত্য ও তথ্যের পক্ষে দাঁড়ানো, ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াই করা এবং একটি আরও যুক্তিবাদী ও মানবিক সমাজ গড়ে তোলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #World Social Media Day

আরো দেখুন