খেলা বিভাগে ফিরে যান

Al-Hilal – Manchester City: ক্লাব বিশ্বকাপে সৌদি রাজ! ম্যান সিটি কে হারিয়ে বড় অঘটন আল হিলালের

July 1, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৪:১৫: আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এই বছরের ফিফা ক্লাব বিশ্বকাপ। জমে উঠেছে এই মরসুমের টুর্নামেন্ট। একের পর এক বড় দল বিদায় নিচ্ছে এই টুর্নামেন্ট থেকে। এবার এশিয়ান ফুটবলের জায়ান্ট ক্লাব আল হিলাল (Alhilal Saudi Club) গড়লো এক নয়া কীর্তি। ইংল্যান্ডের হেভিয়ে ওয়েট দল ম্যানচেস্টার সিটি কে (Manchester City) ৪-৩ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) কোয়াটার ফাইনালে নিজেদের জায়গা করে নিলো তারা। একটু পিছনের দিকে নজর রাখলে দেখা যাবে এর আগেও একাধিক এশিয়ান বড় দল ফিফা ক্লাব বিশ্বকাপে ভালো ফলাফল করেছে। যেমন ২০২২ সালে এই আল হিলাল সেই মরসুমে রানার্স হয়েছিল এই টুর্নামেন্টের। এছাড়াও আল ইতিহাদ,আল সাদ,আল আহেলি,আল আইনের মতো দল নজর কেরেছে একাধিক বার। ফের একবার এই ট্রফি জয়ের লক্ষ্যে নামতে চলেছে ম্যালকম,কোলাবালিরা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় জয়ের পরে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়াটার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের বিপক্ষে মুখোমুখি হবে সৌদির ক্লাব আল হিলাল।

আল হিলাল ক্লাবের ইতিহাসের দিকে একটু নজর রাখাযাক।১৯৫৭ সালে এই ক্লাবের প্রতিষ্ঠা হয়। এই ক্লাবের প্রতিষ্ঠার ১৭ বছর বাদে ১৯৭৬-৭৭ সালে সৌদি আরবের প্রথম ডিভিশনে খেলার সুযোগ পায় এই ক্লাব। প্রথম বছরেই এই লিগের সেরা হয়ে লিগের শিরোপা ঘরে তোলে তাঁরা। সৌদির এই ক্লাবের ট্রফি ক্যাবিনেটে রয়েছে একাধিক
শিরোপা। এক নজরে দেখে নেওয়া যাক তাদের ট্রফির সংখ্যা- ১৯ বার সৌদি চ্যাম্পিয়ন্স লীগ,১১বার সৌদি কাপ, ১৩বার সৌদি ক্রাউন প্রিন্স কাপ,৫বার সৌদি সুপার কাপ,২বার এএফসি চ্যাম্পিয়ন্স লীগ, ২বার এশিয়ান ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে তাঁরা।

সম্প্রতিকালে সৌদির একাধিক ক্লাব ইউরোপার একাধিক বড় তারকাদের নিজেদের দলে সই কোরিয়ে চমক দিয়েছে। সেই একই পথে আল হিলালও একাধিক তারকাকে সই করিয়েছে রিয়াধের এই ক্লাব। নেইমারের মত তারকা খেলে গিয়েছে এই ক্লাবে। এবার দেখাযাক এই বছর নিজেদের আধরা ট্রফি ঘরে তুলতে পারে কি না!

TwitterFacebookWhatsAppEmailShare

#manchester city, #Fifa club world cup, #Al Hilal, #club world cup, #Football

আরো দেখুন