দিল্লি সহ পশ্চিমের রাজ্যগুলির মতন তাপপ্রবাহে নাকাল ইউরোপবাসী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০০: ইউরোপ আর দিল্লির আবহাওয়া এখন এক। ভাবছেন মজা করছি? এই মুহূর্তে পুড়ছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। বিশেষ করে সুইৎজারল্যান্ড, ফ্রান্স, স্পেন, ইটালি, পর্তুগাল, এবং গ্রিস এই মুহূর্তে ভয়াবহ তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে।
দ্য গার্ডিয়ানের মতে, ইতিমধ্যেই তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, কারণ দ্রুততম উষ্ণতা বৃদ্ধিকারী মহাদেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষ করছে।স্পেনের আবহাওয়া অফিস, অ্যামেট, গত ২৭ জুন তাপপ্রবাহের বিশেষ সতর্কতা জারি করে বলেছে, যে আগামী কয়েকদিন দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। লিসবনে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে, পর্তুগালের দুই-তৃতীয়াংশে চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দিন এবং রাত উভয় সময়ই গরম বাড়বে।
সেই দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, সূর্যের আলো এড়িয়ে চলতে, প্রচুর পরিমাণ জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বয়স্ক, গর্ভবতীদের বিশেষ পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।