নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫০: তেলেঙ্গানার পর মঙ্গলবার তামিলনাড়ুর শিবকাশীর কাছে চিন্নাকামানপট্টি গ্রামে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের এই ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে আর গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
বিস্ফোরণের পরই আগুন লেগে যায় ওই বাজি কারখানায়। দমকল পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ভয়াবহ আগুনে পুরো কারখানাটিই পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, বাজি ফাটার সময় কারখানা থেকে যে ধোঁয়া বের হচ্ছিল। তারপরই তারা দমকলকে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে ধ্বংসস্তূপ পরিষ্কারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দমকল বিভাগের এক কর্মকর্তা। ইতোমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত করছে।