স্নাতকের পর সার্টিফিকেট কোর্সের প্রতি বাড়ছে ঝোঁক, কেন এই Trend?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:১৯: উচ্চশিক্ষা মূলত স্নাতকোত্তরের প্রতি আগ্রহ হারাচ্ছেন তরুণ-তরুণীরা? এক অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে এমএ, এমকম বা এমএসসি পড়তে যাওয়ার আগ্রহ কমছে। উল্টে, স্নাতকস্তরের পর সার্টিফিকেট কোর্স করায় বেশি আগ্রহী নতুন প্রজন্ম। সার্টিফিকেট কোর্স করলে দক্ষতা বৃদ্ধি হবে। কাজের বাজারে বাড়তি সুবিধা মিলতে পারে, সেই সম্ভাবনার কথা ভেবেই কি নয়া প্রজন্মের পড়ুয়াদের মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে। সাম্প্রতিক এক সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে।
চাকরি নিয়ে নয়া প্রজন্ম কি ভাবছে, তা জানতে দেশের ন’হাজার পড়ুয়ার উপর একটি সমীক্ষা করে প্রথম সারির এক শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে সদ্য স্নাতক হওয়া যুবক-যুবতীদের কাছে প্রশ্ন করা হয়। দেখা যাচ্ছে, ৬৮ শতাংশ জানিয়েছেন, স্নাতকোত্তরে পড়াশোনার চেয়ে সার্টিফিকেট কোর্স করা ভাল। তাতে চাকরির বাজারে বাড়তি সুবিধা পাওয়া যায়। ৮৫ শতাংশের দাবি, সার্টিফিকেট কোর্স বাড়তি রোজগারের সংস্থান করেছে। ৪৬ শতাংশ পড়ুয়া জানিয়েছেন, কেরিয়ার সম্পর্কে জানতে তাঁরা সমাজ মাধ্যমে নজর রাখেন। ৪৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা সোশ্যাল মিডিয়ার দৌলতেই কাজ পেয়েছেন।
সমীক্ষা থেকে জানা যাচ্ছে, সমাজে কদর ও প্রভাব আছে এমন কাজের হদিশ খোঁজেন তরুণ প্রজন্ম। ৬১ শতাংশের দাবি, সামাজিক অবস্থানে এগোনো যায় এমনই কাজ খোঁজেন তাঁরা। ৩২ শতাংশ দাবি করেছেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কেরিয়ার তৈরি করতে চান তাঁরা। ২১ শতাংশের দাবি, তাঁরা কর্মজীবনে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকতে চান। ব্যাঙ্ক, বিমার মতো আর্থিক ক্ষেত্রের কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ৩৮ শতাংশ।