রাজ্য বিভাগে ফিরে যান

বিধানসভায় শপথ নিলেন আলিফা আহমেদ

July 2, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৬: বুধবার শপথ নিলেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী আলিফা আহমেদ। বুধবার বিধানসভাতেই তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সোমবার রাজভবনের তরফে প্রয়োজনীয় অনুমতি মেলার পরই শপথগ্রহণ অনুষ্ঠানের দিন ঠিক হয়।

কালীগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ (লাল) চলতি বছরের ফেব্রুয়ারিতে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। কালীগঞ্জে উপনির্বাচনে তৃণমূল নাসিরের কন্যা আলিফাকে টিকিট দেয়। উপনির্বাচনে বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থীদের হারিয়ে দেন আলিফা। ৫০,০৪৯ ভোটে জয়ী হন আলিফা।

উল্লেখ্য, শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপাল সিভি আনন্দ বোসের জটিলতার সাক্ষী ছিল বাংলা। রাজভবন এবং বিধানসভার মধ্যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার শপথগ্রহণ নিয়ে এক মাস ধরে টানাপড়েন চলেছিল। আলিফার শপথগ্রহণের ক্ষেত্রে তেমন জটিলতা দেখা গেল না।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Oath, #WB Legislative Assembly, #kaliganj, #alifa ahmed

আরো দেখুন