সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ছে মোদীর ভারতে? হেট ক্রাইম রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:০০: প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে পার্লামেন্টের অধিবেশন কক্ষ, বার বার সংখ্যালঘু মূলত মুসলমানদের বিরুদ্ধে বেলাগাম হয়েছেন মোদী, যোগী এবং বিজেপি নেতা, মন্ত্রীরা। ঘৃণা ভাষণের বিষে বিষিয়ে উঠেছে গোটা ভারত। লাগাতার অত্যাচারের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা। এবার সে তথ্যই উঠে এসেছে, হেট ক্রাইম রিপোর্ট: ম্যাপিং ফার্স্ট ইয়ার অব মোদীজ থার্ড গভর্নমেন্ট শীর্ষক রিপোর্ট। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি অত্যাচারের ঘটনা ঘটেছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে
রয়েছে বিজেপি শাসিত দুই রাজ্য মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ।
লোকসভা ভোটের প্রচারে বিগত বছরের এপ্রিলে রাজস্থানের বাঁশওয়াড়ায় নির্বাচনী ভাষণে মোদী বলেছিলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে মা-বোনেদের গয়না অনুপ্রবেশকারীদের মধ্যে বিলি করে দেওয়া হবে। মঙ্গলসূত্রটাও ছাড়া হবে না।’ ভোটে জিততে পরিকল্পিতভাবে ইসলাম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিদ্ধ প্রধানমন্ত্রী। শেষপর্যন্ত মেরুকরণের রাজনীতিতে ভর করেই নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো গদিতে বসেন। মোদীর তৃতীয় মেয়াদে সংখ্যালঘুদের উপর অত্যাচারের পরিমাণ, বহর বাড়ছে। তাদের সঙ্গে হওয়া অপরাধের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু মুসলমান নয়, দলিত, আদিবাসী, খ্রিস্টান বা অন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপরেও বাড়ছে আক্রমণ।
তৃতীয় দফার মোদী সরকারের গত এক বছরের পরিসংখ্যানে সেই ছবি ধরা পড়েছে।
২০২৪ সালের ৭ জুন থেকে চলতি বছরের ৭ জুন অবধি, গোটা দেশে বিদ্বেষমূলক অপরাধের ঘটনা নিয়ে সমীক্ষা চালিয়েছিল অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস। তাদের ‘হেট ক্রাইম রিপোর্ট: ম্যাপিং ফার্স্ট ইয়ার অব মোদীজ থার্ড গভর্নমেন্ট’ শীর্ষক রিপোর্ট বলছে, তৃতীয়বার মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত এক বছরে এমন ৯৪৭টি ঘটনা ঘটেছে। যার মধ্যে ৩৪৫টি বিদ্বেষ ভাষণ। অন্যান্য ক্ষেত্রে সরাসরি অত্যাচারের শিকার হয়েছেন সংখ্যালঘুরা। প্রাণ গিয়েছে ২৫ জনের। প্রত্যেকেই মুসলমান।
রিপোর্ট অনুসারে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়কালে সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা ছিল সর্বাধিক। অক্টোবরেই ৮০টি ঘটনা ঘটেছে। উৎসবের মরশুমে দেদার হামলা চালানো হয়েছে। গত এক বছরে ৬০২টি অপরাধের ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে মাত্র ১৩ শতাংশ। অভিযোগ, পুলিশ অভিযুক্তদের সঙ্গ দিয়েছে। বিদ্বেষ ভাষণের ঘটনার মধ্যে ১৭৮টি ক্ষেত্রে বিজেপির নেতাদের নাম জড়িয়ে রয়েছে। ৭১টি ঘটনায় অভিযুক্ত বিজেপির টিকিটে জয়ী জনপ্রতিনিধিরা। পাঁচটি অভিযোগ রয়েছে খোদ মোদীর বিরুদ্ধে। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও আছেন তালিকায়। অন্তত ৬৩ বার ডবল ইঞ্জিন রাজ্যের প্রশাসনিক প্রধানেরা সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন।