খেলা বিভাগে ফিরে যান

Lia Thomas: ট্রান্সজেন্ডার অ্যাথলিট বিতর্কে বড় পদক্ষেপ, লিয়া থমাস ইস্যুতে দোষ স্বীকার UPenn-এর

July 2, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৫: মার্কিন শিক্ষা দপ্তর (US Department of Education) সম্প্রতি জানিয়েছে, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় (University of Pennsylvania বা UPenn) ২০২১-২২ সিজনে ট্রান্সজেন্ডার সাঁতারু লিয়া থমাসকে (Lia Thomas) মহিলা দলে অংশগ্রহণের সুযোগ দিয়ে যে টাইটেল ৯ আইন লঙ্ঘন করেছিল, তা তারা স্বীকার করে নিয়েছে এবং একটি রেজলিউশন চুক্তির অধীনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি এখন থেকে নারী ও পুরুষের সংজ্ঞা জৈবিক লিঙ্গের (biological sex) ভিত্তিতে নির্ধারণ করবে। পাশাপাশি, যেসব মহিলা অ্যাথলিটদের পুরস্কার, রেকর্ড বা খেতাব লিয়া থমাসের অংশগ্রহণের কারণে কেড়ে নেওয়া হয়েছিল, তা পুনরুদ্ধার (restore) করা হবে এবং প্রত্যেক প্রভাবিত খেলোয়াড়ের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়া হবে।

এই খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন পাওলা স্ক্যানলান (Paula Scanlan), যিনি আগে লিয়া থমাসের দলের একজন সদস্য ছিলেন। তিনি আগেই প্রকাশ্যে বলেছেন, কী ভাবে তাঁকে একটি পুরো মরসুম ধরে একজন জৈবিক পুরুষের সঙ্গে একই লকার রুম ভাগ করে নিতে বাধ্য করা হয়েছিল, এবং তার ফলে তিনি মানসিক যন্ত্রণা (emotional distress) ভোগ করেছেন।

এই রায়কে ঘিরে মার্কিন শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহন (Linda McMahon) এক বিবৃতিতে বলেন, “আজকের এই রেজলিউশন চুক্তি আবারও প্রমাণ করে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রভাব (‘Trump effect’) বাস্তব এবং কার্যকর। তাঁর উদ্যোগেই ইউ-পেন অতীতের ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে নারীদের খেলাধুলা যাতে সুরক্ষিত থাকে, সে ব্যাপারে অঙ্গীকার করেছে।”

নারীদের ক্রীড়াঙ্গনে ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে থাকা অনেক খেলোয়াড়ই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

বিশিষ্ট প্রাক্তন সাঁতারু এবং ইউনিভার্সিটি অফ কেনটাকির (University of Kentucky) ছাত্রী রাইলি গেইনস (Riley Gaines) বলেন, “এই সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্পষ্ট বার্তা দেবে – আর নারীদের নাগরিক অধিকার (civil rights) লঙ্ঘন করা যাবে না। আজকের পদক্ষেপ নারী খেলোয়াড়দের মনে নতুন আশার সঞ্চার করবে – আমাদের দেশের শীর্ষ নেতৃত্ব তাঁদের মর্যাদা, নিরাপত্তা এবং ন্যায়বিচারের প্রশ্নে কোনও আপোস করবে না।”

এই ঘটনাটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভুল স্বীকার নয়, বরং গোটা আমেরিকার মহিলাদের খেলার ভবিষ্যতের দিকনির্দেশক। বহুদিন ধরে চলে আসা বিতর্কের পর অবশেষে জৈবিক লিঙ্গের ভিত্তিতে নারী খেলোয়াড়দের অধিকার পুনঃস্থাপন এবং তাঁদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল এই সিদ্ধান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#UPenn, #Women Sports, #Lia Thomas Controversy, #Transgender Women, #Lia Thomas issue

আরো দেখুন