আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

Bunker Buster Act: ইরানকে আটকাতে ইজরায়েলকে B-2 স্টেলথ বোম্বার ছাড়পত্র আমেরিকার!

July 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৬: মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে আবারও সামনে এল একটি বিস্ফোরক আন্তর্জাতিক পদক্ষেপ। ইরান যদি পরমাণু অস্ত্র (nuclear weapons) তৈরির পথে ফের এগোয়, তাহলে ইজরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র (US) অত্যাধুনিক B-2 স্টেলথ বোম্বার (B-2 Stealth Bombers) ও ৩০,০০০ পাউন্ড ওজনের বাঙ্কার বাস্টার বোমা সরবরাহের অনুমতি দিতে চলেছে – এমনই প্রস্তাব রয়েছে একটি নতুন দ্বিদলীয় বিলে।

এই বিলটির নাম “The Bunker Buster Act”, যা প্রস্তাব করেছেন মার্কিন কংগ্রেসের দুই প্রভাবশালী সদস্য – ডেমোক্র্যাট (Democrat) জোশ গোথেইমার (Josh Gottheimer, D-NJ) ও রিপাবলিকান (Republican) মাইক ললার (Mike Lawler, R-NY)। তাঁদের মতে, “ইরান যদি পরমাণু অস্ত্র নির্মাণের চেষ্টা করে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেন ইজরায়েলকে সবরকম প্রস্তুতি নিতে সহায়তা করতে পারেন।”

কী আছে এই বিলে?

বিলটি অনুমোদিত হলে মার্কিন প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হবে ইজরায়েলকে এমন যুদ্ধাস্ত্র সরবরাহের, যা সরাসরি ইরানের গোপন ও সুসুরক্ষিত পরমাণু স্থাপনা ধ্বংস করতে সক্ষম। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমাগুলোর একটি – GBU-57 Massive Ordnance Penetrator, যাকে সাধারণভাবে বাঙ্কার বাস্টার বলা হয়।

এই বোমাগুলি ২০ ফুট লম্বা এবং মাটির প্রায় ২০০ ফুট গভীরে অবস্থিত বাঙ্কারপর্যন্ত পৌঁছে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

বিলটি এমন এক সময়ে সামনে এল, যখন মাত্র কয়েক সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইরানের পরমাণু কেন্দ্রগুলির উপর আঘাত হানে। B-2 স্টেলথ বোম্বার পাইলটরা ইরানের তিনটি আলাদা সাইটে ১৪টি GBU-57 বোমা ফেলে দেয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযান সম্পর্কে বলেন, “আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস করেছি”। এই অপারেশনের পর, ইরানের পরমাণু অস্ত্রের প্রজেক্ট কার্যত ভস্মীভূত হয়েছে বলেই দাবি মার্কিন প্রশাসনের।

TwitterFacebookWhatsAppEmailShare

#US, #Israel, #bunker-busting bombs, #Iran vs Israel, #bipartisan bill

আরো দেখুন