দেশ বিভাগে ফিরে যান

হড়পা বানে হিমাচল প্রদেশে মৃত ১৩, নিখোঁজ অনেকে

July 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, আপডেট ২০:৫৮: একটানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মাত্র ২৪ ঘণ্টায় রাজ্যে ১১ বার মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে, যার মধ্যে ৪টি হড়পা বান। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে মান্ডী-সহ একাধিক জেলায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার তালিকায় শীর্ষে রয়েছে মন্ডী। এখনও পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ অন্তত ২৯ জন।

আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে মান্ডীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৫৩.৮ মিলিমিটার। একটানা বৃষ্টি ও ধসের কারণে স্বাভাবিক জীবনযাত্রা একেবারে ভেঙে পড়েছে। আজও কাংড়া, সোলান ও সিরমৌর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, শনিবার থেকেই উনা, হামিরপুর, কাংড়া এবং মন্ডী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর।

পরিকাঠামোগত ক্ষতি ও বিদ্যুৎ বিপর্যয়: প্রবল বর্ষণে রাজ্যে এখন পর্যন্ত ৪০৬টি রাস্তা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে ২৪৮টি শুধুমাত্র মান্ডী জেলাতেই। ভেঙেছে ১৪টি সেতু। পাশাপাশি, ওই জেলায় ৯৯৪টি ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ১৩০টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত ১৫০টি বসতবাড়ি, ১০৪টি গবাদি পশুর খোঁয়াড়, একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ১৬২টিরও বেশি গবাদি পশু।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, ২০ জুন থেকে রাজ্যে বর্ষা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৫০০ কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “গত কয়েক বছরে মেঘভাঙা বৃষ্টির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এর কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #flash flood, #Himachal Pradesh, #heavy rainfall

আরো দেখুন