আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে চলেছে। জুন মাসে বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বইবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গের ৫ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। জুন মাসে বর্ষায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি।