হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

মুম্বই, রাজস্থানের পর ওড়িশায় আটক বাংলার ১৬ জন শ্রমিক, কেন বারবার BJP শাসিত রাজ্যেই হেনস্থার শিকার বাঙালি?

July 4, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:৩৩: বিগত কয়েক মাস ধরে দেশের নানান প্রান্তে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতেই ‘বাংলাদেশি’ সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটক করার ঘটনা ঘটছে। যার বিরুদ্ধে সরব বাংলার শাসকদল তৃণমূল। বিধানসভায় দাঁড়িয়ে এর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার বাংলাভাষী মানুষদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব।” মুম্বই, রাজস্থানের পর এবার ওড়িশায় কাজ করতে যাওয়া বাংলার ১৬ জন শ্রমিককে আটক করেছে ওড়িশা পুলিশ। জানা যাচ্ছে, ২৫ জুন ‘বাংলাদেশি’ সন্দেহে সতেরো জন শ্রমিককে আটক করে ওড়িশার রেমুনা থানার পুলিশ। শ্রমিকেরা বীরভূম জেলার নলহাটি দু’নম্বর ব্লকের বাসিন্দা। এক সপ্তাহ ধরে শ্রমিকদের আত্মীয়, পরিজনেরা তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি। তাঁদের থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

উৎকণ্ঠায় থাকা শ্রমিকদের পরিবার বাংলার শাসক দলের দ্বারস্থ হন। পাশের দাঁড়ান হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। আটক পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ সংগ্রহ করে তিনি বীরভূমের জেলাশাসক বিধান রায়কে জানান। বিধায়ক ও জেলাশাসক যাবতীয় তথ্য সংগ্রহ করে মুখ্যসচিব মনোজ পন্থের কাছে পাঠান। এখন আটকে থাকা শ্রমিকদের রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের পাশাপাশি পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদও শ্রমিকদের মুক্ত করতে উদ্যোগী হয়েছে। রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলামের কথায়, “যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর মত নমস্য ব্যক্তিরা কথা বলতেন, সেই ভাষায় কথা বলার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত করা হচ্ছে এবং এ সব হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে।” সামিরুলের প্রশ্ন, “পশ্চিমবঙ্গের মানুষ যেমন ভিন্‌রাজ্যে গিয়ে কাজ করে, তেমনই উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যগুলি থেকেও বহু মানুষ পশ্চিমবঙ্গে এসে জীবিকা নির্বাহ করেন। কিন্তু পশ্চিমবঙ্গ তাঁদের বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেয় না। ভারতীয় হয়েও কেন বাঙালিদের বার বার নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে!”

প্রসঙ্গত, এর আগে গত ১০ জুন মুম্বই পুলিশ বাংলাদেশি সন্দেহে পাঁচ জনকে আটক করেছিল। ওই শ্রমিকদের ভারতীয় পরিচয়পত্র মুম্বই পুলিশকে পাঠানো সত্ত্বেও বেআইনিভাবে বিএসএফের মাধ্যমে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠে। আসরে নামে রাজ্য সরকার। রাজ্যের উদ্যোগে হরিহরপাড়া, বেলডাঙা এবং পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা তিন জন শ্রমিককে দেশে ফেরানো হয়। বিধানসভার সদ্য সমাপ্ত অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন জানান, তাঁর বিধানসভা এলাকার ২০০ জন পরিযায়ী শ্রমিককে রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। মুখ্যসচিবকে শ্রমিকদের মুক্ত করতে উদ্যোগী হতে নির্দেশ দেন মমতা। উল্লেখ্য, দুটি রাজ্যের বিজেপির সরকার চলছে। এবার বিজেপি শাসিত আর এক রাজ্য ওড়িশায় বাংলার শ্রমিকদের আটক করার ঘটনা ঘটল। এখানে প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি শাসিত রাজ্যে বার বার আক্রমণ ও হেনস্থার শিকার হবেন বাংলার মানুষেরা?

TwitterFacebookWhatsAppEmailShare

#detention, #West Bengal, #migrant workers, #bjp, #Odisha, #bengal workers

আরো দেখুন