দেশ বিভাগে ফিরে যান

মোদী সরকারে আস্থা হারাচ্ছেন দেশের সাফাইকর্মীরা? খোদ কেন্দ্রের রিপোর্টেই ভরসা খোয়ানোর ছবি

July 4, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, দেশে মোদী ম্যাজিক আর নেই। মোদী হাওয়া উধাও হওয়ার মতোই মোদী সরকারের উপরেও আস্থা হারাচ্ছেন মানুষ। অন্তত সাফাইকর্মীরা আর মোদী সরকারকে আর ভরসা করছেন না! খোদ কেন্দ্রের রিপোর্টেই তা ধরা পড়ে গিয়েছে। সাফাইকর্মীদের আর্থ সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে মোদী সরকারের গ্রহণ করা কর্মসূচিতে প্রায় কোনও রাজ্যেই সাফাই কর্মচারীদের থেকে সাড়া মিলছে না।
বিজেপি শাসিত রাজ্যগুলিতেও একই হল। বিজেপি সরকারে আস্থা রাখতে পারছেন না দেশের সাফাই কর্মচারীরা? সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট সেই প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে। রিপোর্ট দেখে মাথায় হাত পড়েছে বিজেপি সরকারের।

সাফাইকর্মীদের আর্থ সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে তাঁদের জন্য ঋণ প্রদান কর্মসূচি চালু করেছে কেন্দ্রের মোদী সরকার। ন্যাশনাল সাফাই কর্মচারিস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসকেএফডিসি) গড়ে তোলা হয়েছে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের রিপোর্টে ২০২৪-২৫ আর্থিক বছরে ঋণ গ্রহণে রাজ্যভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে, ওই কেন্দ্র সরকারি কর্মসূচির আওতায় দেশে মাত্র ১৪,১৪৮ জন সাফাই কর্মচারী উপকৃত হয়েছেন। কেরলেই উপভোক্তার আছেন ১৩, ৯০৮ জন। জম্মু-কাশ্মীরে ১৩১ জন, মহারাষ্ট্রে ৬৩ জন, হরিয়ানায় ২৩ জন, গুজরাতে ২১ জন এবং উত্তরাখণ্ডে দু’জন উপকৃত হয়েছে। অর্থাৎ কেরলেই সবচেয়ে ভাল সাড়া মিলেছে।

সারা দেশে ঋণ দেওয়া হয়েছে ৮, ৯৪০ কোটি টাকার। তার মধ্যে কেরলেই ঋণের পরিমাণ ৮, ৩৫৪ কোটি টাকা। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন অসম, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, ত্রিপুরা, উত্তরপ্রদেশের মতো জায়গায় উল্লিখিত সময়সীমায় এক টাকাও ঋণ নেওয়া হয়নি। উপভোক্তার সংখ্যাও শূন্য। এই পরিসংখ্যানই বলে দেয় মোদী প্রকল্প প্রত্যাখ্যান করেছেন সাফাইকর্মীরা। ভরসা হারানোর প্রতিচ্ছবি ছাড়া আর কী প্রমাণ করে এই পরিসংখ্যান!

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #modi govt, #Central report, #Cleaning workers

আরো দেখুন