হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

সংস্কৃত শেখার দাবি তোলা BJP নেতাদের সন্তানেরা পড়ছেন বিদেশে! কেন দ্বিচারিতা?

July 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৪: আমাদের সন্তানরা থাক দুধে-ভাতে, দেশের ছেলেরা গোল্লায় যাক; একটাই কি বিজেপি নেতাদের আকাঙ্খা? সংস্কৃত পড়ে বিজেপির তৈরি হিন্দুত্বের ন্যারেটিভের পক্ষে গলা ফাটাক দেশের ছেলেমেয়েরা, এমনই দাবি পদ্ম নেতাদের। কিন্তু সেই গেরুয়া নেতাদের সন্তানাদি বিলেত-আমেরিকায় শিক্ষা লাভ করবেন। কেমন এমন দ্বিচারিতা? প্রশ্ন উঠছে আম জনতার মনে।


বিজেপি নেতারা বার বার দেশীয় সংস্কৃতির হয়ে সওয়াল করেন। হিন্দি, সংস্কৃত ভাষা শেখার দাবি তোলেন। তা কি কেবল আম দেশবাসীর জন্য? অন্যদিকে, গেরুয়া শিবিরের নেতা, মন্ত্রীর সন্তানেরা শিক্ষিত হবেন ইংরেজি ভাষায়। পড়বেন বিদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে।


সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বই প্রকাশ অনুষ্ঠানে বলেছিলেন, ভারতে ইংরেজি ভাষায় কথা বলাকে লজ্জার বিষয় মনে করা, এমন সমাজ গঠনের দিন আর বেশি দূরে নয়। তাঁর দাবি, ‘বিদেশি ভাষা’ দিয়ে ভারতের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মকে বোঝা সম্ভব নয়। কিন্তু একথা কেন দলের নেতাদের তিনি বলছেন না? কেন বলছেন না ছেলেমেয়েদের দেশে পড়ান? দেশীয় সংস্কৃতি শেখান?

এক নজরে দেখা যাক বিজেপির শীর্ষস্থানীয় নেতা, মন্ত্রীদের যাঁদের সন্তানেরা বিদেশে পড়েছেন বা পড়ছেন:

  • লন্ডন স্কুল অফ ইকোনমিস্ক থেকে উত্তীর্ণ হয়েছেন মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কন্যা ভাঙ্গময়ী পরাকল
  • প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পুত্র নীরজ সিং ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।
  • বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পুত্র ধ্রুব, মার্কিন মুলুকের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
  • মোদী সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েলের কন্যা রাধিকা ও পুত্র ধ্রুব, দু’জনেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
  • দেশের কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের পুত্র কার্তিকেয় চৌহান আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি অর্জন করেছেন।
  • অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পুত্র মহারমণ সিন্ধিয়া আমেরিকা থেকে এমবিএ-র ডিগ্রি অর্জন করেন।
  • মোদী সরকারের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়াতের কন্যা সুহাসিনী শেখায়াত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।

বস্তুত, বিজেপি নেতা, মন্ত্রীদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে যাবে। তাঁরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের শীর্ষস্থান দখল করবে। আম ভারতবাসী পড়বে সংস্কৃত, হিন্দিতে কথা বলবে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এটাই কি চাইছেন বিজেপি নেতারা?

TwitterFacebookWhatsAppEmailShare

#abroad, #Daughter, #foreign countries, #studies, #Sanskrit, #Sons, #BJP leaders, #HTK

আরো দেখুন