দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে সোমবার থেকে খুলছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: রাজ্যজুড়ে শোরগোলের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কলেজের পরিচালন সমিতি। অবশেষে আদালতের নির্দেশে সোমবার (৭ জুলাই) থেকে খুলছে এই আইন কলেজ।
সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফে ক্লাস শুরুতে অনুমতি মেলার পরই কলেজের ভাইস প্রিন্সিপাল যোগাযোগ করেন উচ্চ শিক্ষা দফতরের এক শীর্ষ কর্তার সঙ্গে। তারপরেই পরিচালন সমিতির বৈঠকে পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। কলেজের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা থেকেই শুরু হবে ক্লাস। খুব শীঘ্রই কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তবে, এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। তদন্তের স্বার্থে সিল করে রাখা হচ্ছে গার্ডরুম ও ইউনিয়ন রুম। এই রুমগুলিই মূল ঘটনাস্থল হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। পাশাপাশি, শুক্রবার ভোররাতে মূল অভিযুক্ত এম, পি, জে ও ধৃত নিরাপত্তারক্ষীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়েন্দা ও ফরেন্সিক বিভাগ। পুনর্নির্মাণের মাধ্যমে ঘটনার সঙ্গে নির্যাতিতার বয়ান মিলিয়ে দেখার চেষ্টা চলছে।
কলেজের তরফে আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ থাকবে। একইসঙ্গে সাউথ ক্যালকাটা ল’ কলেজ পুনরায় খোলার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পড়াশোনার জন্য কলেজ খোলা যাবে। তারপরই কলেজের তরফে পুলিশকে মেইল পাঠানো হয়। পুলিশের তরফে নো অবজেকশন এসেছে। শুধু দুটো জায়গা ব্যবহার করা যাবে না। একটা ইউনিয়ন রুম আর একটা গার্ড রুম। ওই দুটো না হলেও কলেজ চলে।”