← রাজ্য বিভাগে ফিরে যান

Weather Update: রাজ্যে দুর্যোগের ভ্রুকুটি! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি কোন কোন জেলায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। ঝাড়খন্ডে ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমী অক্ষরেখা- এই জোড়া ফলার জন্য বৃষ্টি চলছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গের ৫ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।