কবে থেকে শুরু এবারের ডুরান্ড, প্রথম ম্যাচেই নামছে বাংলার এই বড় দল? অংশগ্রহণ করছে একাধিক নতুন দল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: এই মাসেই শুরু হচ্ছে ঐতিহ্যশালী ডুরান্ড কাপ। এই মরশুমের টুর্নামেন্টে আসতে চলেছে একাধিক বদল। এবারের ডুরান্ডে ভারতের প্রথম সারির একাধিক বড়দল অংশগ্রহণ করছে না। বর্তমানে ভারতীয় ফুটবলে আইএসএলের নিয়ামক সংস্থা এফএসডিএল ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে একটি বড় জটিলতা চলছে। তাদের নতুন চুক্তি নিয়ে। যা এখন পৌঁছে গিয়েছে আদালতে। এর ফলে ভারতীয় ফুটবলের এক নম্বর লীগ আইএসএল এই মরশুমে হবে কী না তা বড়ো প্রশ্নে মুখে। এরই মধ্যে ভারত তথা এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপ আয়োজন করতে প্রস্তুত ভারতীয় সেনা। অনেক দিন ধরেই এই মরশুমে ডুরান্ড হবে কি না সেই নিয়ে জল্পনা চলছিল। এবার সেই সব জল্পনার ইতি টেনে ২৩ জুলাই থেকে ডুরান্ড কাপ শুরু হতে চলেছে। তবে এই মরশুমের ডুরান্ডে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে একাধিক বড় ক্লাব ।

আইএসএল থেকে যেই যেই দল এই বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তারা হলো। ইস্টবেঙ্গল ক্লাব, জামশেদপুর এফসি,নর্থ-ইস্ট ইউনাইটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, পঞ্জাব এফসি। আইএসএল থেকে এই পাঁচ দল এই বারের ডুরান্ড কাপে অংশগ্রহণ করছে। এবং যেই দল গুলি এবারে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা হল – এফসি গোয়া,বেঙ্গালুরু এফসি,চেন্নাইয়িন এফসি,ওড়িশা এফসি,কেরালা ব্লাস্টার্স,মুম্বাই সিটি এফসি,হায়দ্রাবাদ এফসি,মোহনবাগান ( খেলবে কি না আজ অবধি নিশ্চিত নয়)।
তবে যেই যেই নতুন দল এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তারা হলো – লাদাখ এফসি( লাদাখ অঞ্চলের প্রথম ক্লাব যারা ডুরান্ড কাপে অংশগ্রহণ করেছে।),রিয়াল কাশ্মীর এফসি,নামধারী এসসি,ITBP (ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ),সাউথ ইউনাইটেড এফসি।আরো কিছু দল অংশগ্রহণ করতে পারে। তাদের নাম পরে ঘোষণা হবে।
৪ ঠা জুলাই রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর নেতৃত্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের ডুরান্ড কাপ ট্রফি উন্মোচন হবে। পতাকা উত্তোলন অনুষ্ঠানও রয়েছে । এবারের ডুরান্ড কাপের সূচি আর কিছু দিনের মধ্যেই প্রকাশিত হবে! তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী প্রথম ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল ক্লাব।