Namit Malhotra: হলিউডে ৮টি অস্কারজয়ী ভারতীয় VFX জাদুকর, এবার নির্মাণ করছেন রণবীরের রামায়ণ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: ভারতীয় প্রযুক্তি আর সৃজনশীলতার জয়গান আজ গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তার অন্যতম উজ্জ্বল উদাহরণ নমিত মালহোত্রা (Namit Malhotra) – একজন ভারতীয় উদ্যোক্তা, যিনি শুধু দেশের গর্বই নন, বরং আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের এক বিশাল নাম। তিনি হলেন বিশ্ববিখ্যাত ভিএফএক্স (VFX) সংস্থা DNEG-এর প্রতিষ্ঠাতা ও সিইও।
এই কোম্পানির হাত ধরে তিনি ইতিমধ্যেই ৮টি অস্কার (Oscar Awards) জিতে নিয়েছেন বিশ্বের সেরা ভিজ্যুয়াল ইফেক্টস (Visual Effects) বিভাগের জন্য। ‘ইন্সেপশন’ (Inception), ‘ইন্টারস্টেলার’ (Interstellar), ‘টেনেট’ (Tenet) থেকে শুরু করে ‘ডিউন’ (Dune) – একের পর এক বিখ্যাত হলিউড ছবি তার সংস্থার জাদুতেই নতুন মাত্রা পেয়েছে।
কে নমিত মালহোত্রা?
নমিত মালহোত্রা একাধারে উদ্যোক্তা, প্রযুক্তিবিদ এবং চলচ্চিত্রপ্রেমী। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি গভীর আগ্রহ ছিল। বাবাও ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ক্যামেরা ডিপার্টমেন্টে কাজ করতেন। সেই সূত্রেই ছোটবেলা থেকে চলচ্চিত্র প্রযুক্তির জগতে ডুবে থাকা।
মাত্র ২১ বছর বয়সে তিনি নিজের প্রথম কোম্পানি খোলেন – Prime Focus। পরে সেটিই ধীরে ধীরে আন্তর্জাতিক রূপ নিয়ে তৈরি হয় DNEG (Double Negative), যা আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভিএফএক্স কোম্পানি হিসেবে স্বীকৃত।
DNEG এখনও পর্যন্ত ৮টি অস্কার জিতেছে ভিএফএক্স বিভাগে। এই অসাধারণ অর্জনের মধ্যে রয়েছে:
Inception (২০১০), Interstellar (২০১৪), Ex Machina (২০১৫),Blade Runner 2049 (২০১৭),First Man (২০১৮), Tenet (২০২১), Dune: Part Two (২০২৪)।
এতগুলি শীর্ষ পুরস্কার জিতে নিয়ে DNEG ইতিমধ্যেই নিজেকে বিশ্বের ভিএফএক্স লিডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নমিত মালহোত্রা এখন তাঁর সব শক্তি নিয়োগ করছেন নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ (Ramayana) ছবির ভিএফএক্স নির্মাণে। এই ছবি হতে চলেছে ভারতের অন্যতম বড় বাজেটের ও প্রযুক্তিনির্ভর ছবি, যেখানে আধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে রামায়ণের পৌরাণিক কাহিনিকে জীবন্ত করে তোলা হবে।
শোনা যাচ্ছে, এই ছবির জন্য DNEG-এর একটি স্পেশাল টিম গঠিত হয়েছে, যারা আন্তর্জাতিক মানের কাজ করে ছবির প্রতিটি দৃশ্যকে মনমুগ্ধকর করে তুলবে। রামায়ণ ছবিতে শ্রীরামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor), সীতার চরিত্রে থাকছেন সাই পল্লবী (Sai Pallavi), হনুমানের চরিত্রে থাকছেন সানি দেওল (Sunny Deol), এবং রাবণের চরিত্রে অভিনয় করবেন KGF-খ্যাত যশ (Yash)।