খেলা বিভাগে ফিরে যান

আকাশদীপকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডে বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনি, ৬ উইকেট নেওয়ার পর কী বললেন Mohammed Siraj?

July 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:৫৪: জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং নজর কেড়েছে সকলের। অধিনায়ক শুভমন গিলের ব্যাট থেকে এসেছিল ২৬৯ রানের চোখ ধাঁধানো ইনিংস। আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দল ভারতীয় পেসারদের দাপটে একদম কোন ঠাসা। তবে হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের জোড়া শতরানে আবার খেলায় ফেরে ইংরেজরা। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন প্রায় পুরোটাই থাকে ইংল্যান্ড ব্যাটসম্যানদের দখলে।

তবে এই টেস্ট ম্যাচে তৃতীয় দিন অবধি সব থেকে নজর কারা পারফরমেন্স করেছে ভারতের দুই বোলার মহম্মদ সিরাজ ও আকাশদীপ সিং। জসপ্রীত বুমরাহ এই টেস্ট ম্যাচে খেলছেন না। তাঁর অনুপস্থিতিতে দারুন ভাবে ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন এই দুই তারকা।

এজবস্টনের মাটিতে দ্বিতীয় টেস্টে ভারতীয় দুই বোলারের ঝুলিতে মোট ১০ উইকেট রয়েছে। এর মধ্যে সিরাজ নিয়েছেন ৬টি ও আকাশদীপের ঝুলিতে গিয়েছে ৪উইকেট।
দলের হয়ে ভালো বোলিংয়ের পর সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরাজ বলেন, ‘ এই পিচ খুব স্লো। এখানে বল করা বেশ চাপের। এখানে বল করার সময় একটাই লক্ষ্য থাকে যে বেশি রান দেওয়া যাবে না। এর আগেও এখানে ভালো বল করেছি।’ তিনি আরও বলেন, ‘ যেকোনো সময় দায়িত্ব নিতে পছন্দ করি। চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। অনেক দিন ভাল বল করার পরেও সেই ভাবে উইকেট পাচ্ছিলাম না। আজ উইকেট পেয়ে বেশ ভাল লাগছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #Test Cricket, #Akashdeep, #md siraj, #India

আরো দেখুন