মহম্মদ শামিকে লম্পট-ক্রিমিনাল বলে আক্রমণ প্রাক্তন স্ত্রী হাসিনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: ভারতীয় ক্রিকেটের বড়ো নাম মহম্মদ শামি। দেশের জার্সিতে রয়েছে একাধিক কীর্তি। পেস বোলার হওয়ার কারণে মাঝের মধ্যেই পড়তে হয় চোট সমস্যায়। তবে বার বার সেই সব সমস্যাকে এরিয়ে মাঠে ফিরে এসেছেন তিনি। তবে তাঁর বিবাহিত জীবন দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তাঁর স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তাঁর এই ঝামেলা নতুন নয়। বিবাহবিচ্ছেদ নিয়ে অনেক দিন ধরে আদালতে মামলা চলছে এই দুইজনের মধ্যে। সম্প্রতি বিবাহবিচ্ছেদ মামলায় কলকাতা হাই কোর্ট শামিকে নির্দেশ দিয়েছে যে, তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে খোরপোশ দিতে হবে শামিকে। তবে এই রায়ে আদেশে মোটেও খুশি হননি শামির প্রাক্তণ স্ত্রী হাসিন জাহান। তিনি বলেন এই অল্প টাকায় তাঁর মোটেও চলবে না। শামির প্রাক্তন স্ত্রী নিজের ইনস্টাগ্রামে ক্রিকেটার মহম্মদ শামিকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন। গতকালের পোস্টে হাসিন লেখেন, ‘আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমাদের জোরালো বাঁধন বজায় থাকবে। তবে এবার তোমায় বুঝে নিতে হবে সেই সম্পর্কটা কেমন হবে। গত সাত বছর ধরে আমরা আইনি লড়াইয়ের মধ্যে আছি। সেটা থেকে তুমি কী পেলে? লম্পট, লোভী এবং ছোটমনের হওয়ার কারণে তুমি নিজের পরিবারকে শেষ করে দিলে!’
তিনি আরও বলেন ‘আমায় আহত করতে, বদনাম করতে, হেনস্তা করতে, হারিয়ে দিতে কতজন ক্রিমিনাল ভাড়া করেছিলে? এতে কী পেয়েছ? সমস্ত টাকা যৌনকর্মী ও জালিয়াতদের পেছনে খরচ করেছ। এটা যদি নিজের মেয়ের ভবিষ্যৎ, জীবন ও তার পড়াশোনায় কাজে লাগাতে, আমায় ভাল জীবন উপহার দিতে পারতে তাহলে সবকিছু কত ভাল হত! তুমি নিজেও পাপ থেকে উদ্ধার পেতে, আমরা দুজন মিলে সম্মানের জীবন কাটাতাম, মাথা উঁচু করে বাঁচতাম।’
এই বহুদিন ধরে চলা মামলায় শামি নিজেকে বারবার নির্দোষ বলেই দাবি করে এসেছেন। তবে তাঁর প্রাক্তন স্ত্রী তা মানতে নারাজ। আস্থা রেখেছেন বিচার-ব্যবস্থার উপরে।
হাসিন সমাজের একাংশের বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন। হাসিন আরও বলেছেন, ‘তুমি পুরুষ-শাসিত সমাজের ফায়দা লুটে চলেছ। নিজে সমাজবিধোরীদের সঙ্গে থেকে আমায় খারাপ বলেছ। তবে আমি কিন্তু আইনের সাহায্য চাইব। এবং নিজের অধিকার বুঝে নেব। বাকি জীবন আনন্দের সঙ্গে বাঁচব, ইনশাআল্লাহ!’