রাজ্য বিভাগে ফিরে যান

২১ জুলাইয়ের আগে বঙ্গ সফরে আসছেন মোদী, জনসভা করবেন কোথায়?

July 5, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছু মাস আগেই আলিপুরদুয়ারে বিরাট সভা সেরে ছিলেন মোদী। ফের একবার রাজ্য আসছেন তিনি।

জানা যাচ্ছে ১৮ জুলাই রাজ্যে আসছেন মোদী। রাজ্যের একাধিক জায়গায় তাঁর সভা করার কথা রয়েছে। সদ্য রাজ্য বিজেপিতে বড়ো বদল এসেছে। ২৬সালের বিধানসভা ভোটের আগে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য কে নতুন রাজ্য সভাপতি করা হয়েছে। শোনা যাচ্ছে তাঁকে পাশে বসিয়েই এই সভা সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা যাচ্ছে বারাসাত, বনগাঁ, ব্যারাকপুর, কলকাতা উত্তর, এই চার সংগঠনিক জেলাকে একসাথে নিয়ে জনসভা করবেন মোদী। তার জন্য সেই সব এলাকার বিজেপির নেতা কর্মীরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

উল্লেখযোগ্য বিষয় তা হল তার কিছুদিন পরেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস রয়েছে একুশে জুলাই। তার আগে এই সভা বিজেপির মাস্টার্স স্ট্রোক হতে পারে বলে মনে করছেন অনেকেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা কোথায় কোথায় হবে? শোনা যাচ্ছে দমদম সেন্ট্রাল জেলের মাঠ, অথবা বারাসাতের কোনো জায়গায় হতে পারে এই সভা। তবে সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে বিমানবন্দরের কাছাকাছি কোন জায়গায় এই সভা করতে ইচ্ছুক বিজেপি।

গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি সেই ভাবে ভালো ফল করতে পারেনি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আধিপত্য রেখেই একের পর এক নির্বাচনে জয়লাভ করেছে। পশ্চিমবঙ্গে বিজেপির খারাপ ফলের কারণ হিসেবে অনেকেই মনে করেন যে বঙ্গ বিজেপির সংগঠনে অনেক সমস্যা রয়েছে। অনেকেই আবার বলেছিলেন যে ২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্য সভাপতি পরিবর্তন সংগঠনে অনেক বাজে প্রভাব ফেলতে পারে। তবে শেষ অবধি রাজ্য সভাপতি পদে নতুন মুখ নিয়ে এসেছে বিজেপি। এবার দেখার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফর কতটা প্রভাব ফেলে ২৬সে নির্বাচনে ফলাফলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Modi, #bjp, #west bengal BJP, #PM Modi

আরো দেখুন