দেশ বিভাগে ফিরে যান

Raj-Uddhav Thackeray Rally: প্রায় বিশ বছর পর মারাঠি অস্মিতা এক মঞ্চে আনল ঠাকরে ভাইয়েদের

July 5, 2025 | < 1 min read

প্রায় বিশ বছর পর মারাঠি অস্মিতা এক মঞ্চে আনল ঠাকরে ভাইয়েদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: ঠাকরে পরিবারে ভাঙনের দু’দশক হতে চলল। সেই ২০০৫ সালে শিব সেনা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাজ ঠাকরে। ২০০৬ সালে নিজের দল গড়েন বালাসাহেব ঠাকরের ভাইপো। তারপর সেভাবে উদ্ধবের পরিবারের ছায়াও মাড়াতে দেখা যায়নি রাজকে। নিতান্তই পারিবারিক বা অন্য কোনও অনুষ্ঠানে দেখা হয়ে গেলে একে অপরকে উপেক্ষা করারই চেষ্টা করেন দুই তুতো ভাই। কিন্তু শনিবার অন্য ছবি দেখা গেল। মুম্বইয়ের জনসভায় দুই ভাই শুধু একসঙ্গে দেখা দিলেন তা-ই নয়। আগামী দিনে একসঙ্গে লড়াই করার অঙ্গীকারও করে গেলেন।

শনিবার, ‘আওয়াজ মরাঠিচা’ নামের এক বিজয় সমাবেশে এক হয়ে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ( স্পষ্ট ভাষায় জানালেন, “আমরা শুধুই একসঙ্গে হওয়ার জন্যই একত্রিত হইনি, একসঙ্গে থাকার জন্য হয়েছি।” উদ্ধবের কথায়, “এ তো শুধু ট্রেলার মাত্র। পিকচার অভি বাকি হ্যায়। আমরা এক হয়েছি মারাঠি ভাষা ও মারাঠি গৌরব রক্ষার জন্য।”

সমাবেশে বক্তব্য রাখতে উঠে রাজ ঠাকরে (Raj Thackeray) বলেন, “মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এমন একটা কাজ করে দেখালেন, যা আমার কাকা বালাসাহেব ঠাকরেও পারেননি। তা হল আমাকে ও উদ্ধবকে এক মঞ্চে নিয়ে আসা।” এমন ঐতিহাসিক পুনর্মিলন হয়েছে মূলত মহারাষ্ট্র সরকারের হিন্দি ভাষাকে ঐচ্ছিক তৃতীয় ভাষা হিসেবে চালু করার সিদ্ধান্ত থেকে পিছু হটার প্রেক্ষাপটে। এই সিদ্ধান্ত প্রত্যাহারকে মারাঠি ভাষার জয়ের প্রতীক হিসেবে উদ্‌যাপন করছে দুই দল। আগামী দিনে মুম্বই-সহ রাজ্যের ২৯টি পুরসভায় ভোট রয়েছে। সেই প্রসঙ্গে উদ্ধব জানান, “মুম্বই পুরসভায় এবং মহারাষ্ট্রের ক্ষমতায় আমরা, আমি আর রাজ একসঙ্গে ফিরব। মারাঠি গৌরবকে আমরা মিলেমিশে প্রতিষ্ঠা করব।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra, #Uddhav Thackeray, #Shiv Sena, #Raj Thackeray

আরো দেখুন