হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

এবার দ্বিগুণ ভাড়া নেবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি

July 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১২:০০: ডিজিটাল যুগে সময় বাঁচাতে ট্রেনে বাসের ভিড় এড়িয়ে এখন অ্যাপ ক্যাব আমাদের সঙ্গী। কিন্তু, সেই আরামেও এবার বাধা। অ্যাপ ক্যাব ধরে নিমেষে অফিস যাওয়ার দিন প্রায় শেষ। এখন থেকে ব্যস্ত সময়ে অ্যাপ ক্যাব সংস্থাগুলি, আপনার থেকে দাবী করতে পারে নির্ধারিত মূল্যের দ্বিগুণ ভাড়া।

এতদিন পর্যন্ত সার্জ প্রাইসিংয়ের সর্বোচ্চ সীমা মূল ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক পয়লা জুলাই মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইন্স নামে এক নির্দেশিকা জারি করে এই খরচ দেড় থেকে দ্বিগুণ করে দিলো। নির্দেশিকায় বলা হয়েছে, দিনের বাকি সময়ে মূল ভাড়ার সর্বনিম্ন ৫০ শতাংশ দাবি করা যাবে। তবে কোনও নির্দিষ্ট রুটে মূল ভাড়া কত হবে সেটা নির্ধারণ করবে রাজ্য সরকার।

রাজ্যগুলিকে আগামী তিন মাসের মধ্যে এই নির্দেশিকা বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, এবার থেকে বুকিংয়ের পর বৈধ কারণ ছাড়া ‘রাইড’ বাতিল করলে, ভাড়ার ১০ শতাংশ জরিমানা দিতে হবে চালক ও যাত্রীদের, তবে তা কখনই ১০০ টাকার বেশি নয়।

কেন্দ্রের এই নতুন নিয়মে যাত্রীদের ভোগান্তি বাড়বে তা স্পষ্ট। এখন প্রশ্ন উঠছে, চালকদের জন্য সুবিচার করতে গিয়ে যাত্রীদের পকেটের চাপ বাড়ানোর সিদ্ধান্তটা কি আদৌ যুক্তিযুক্ত?

TwitterFacebookWhatsAppEmailShare

#app cab companies, #West Bengal, #Kolkata, #App Cab, #HTK, #fares

আরো দেখুন