নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৭:৪৬: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণাবর্তের দোসর হয়েছে মৌসুমী অক্ষরেখা যার ফলে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং সহ ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।