Weather Update: ফের নিম্নচাপ! রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা
July 6, 2025 | < 1min read
ছবি সৌজন্যে: business-standard.com
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে দুর্যোগ যেন কাটছেই না! আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
আজ, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।