হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

প্রথম মহিলা সভানেত্রী পাবে BJP! কাদের নাম চর্চায়?

July 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৪: কান পাতলে শোনা যাচ্ছে, চিরাচরিত প্রথা ভেঙে এবার বিজেপির দলীয় সংগঠনের শীর্ষে বসতে পারে কোন মহিলা নেত্রী। চলতি মাসেই নয়া সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হতে পারে।

একনজরে দেখে নেওয়া যাক, জল্পনায় কাদের নাম রয়েছে?

নির্মলা সীতারমণ: বর্তমানে অর্থমন্ত্রক সামলাচ্ছেন নির্মলা। মোদীর আস্থাভাজন তিনি। মহিলা সভাপতি বাছা হলে দৌড়ে তাই প্রথমেই থাকবেন নির্মলা।

ডি পূর্ণেশ্বরী: সাংসদ ডি পূর্ণেশ্বরী, অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি। অপারেশন সিঁদুরের প্রতিনিধি দলে ছিলেন। তেলুগু, তামিল, হিন্দি, ইংরেজি, ফরাসি ভাষায় দক্ষতা রয়েছে তাঁর। হিন্দিও বলতে পারেন এবং সুবক্তা।

ভনথি শ্রীনিবাসন: তামিলনাড়ু বিজেপির অন্যতম মুখ। বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। বর্তমানে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য। তিনিই প্রথম মহিলা হিসেবে এই সংগঠনের সদস্য হন। আইনজীবী থেকে রাজনীতিবিদ হয়েছেন। বর্তমানে তিনি তামিলনাড়ু বিধানসভায় কোয়েম্বাটুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক।

সূত্রের খবর, এবার মহিলা সভাপতি নির্বাচন করে একদিকে নারীবিদ্বেষী বদনাম ঘোচানো আর অন্যদিকে মহিলা ভোটব্যাঙ্ক বাড়ানো দুই কাজই হবে। এখন দেখার এঁদের মধ্যে কে বিজেপির শীর্ষপদে বসেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #bjp, #politics, #HTK, #Hochche Ta Ki, #Woman President, #Women Leadership

আরো দেখুন