Operation Sindoor: সিঁদুর সফরে আমেরিকায় অপদস্থ “তরুণ” বিজেপি সাংসদ, ট্রাম্প করলেন অপমান?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫০: ভারত যখন অপারেশন সিঁদুর (Operation Sindoor) প্রসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে আলো ফেলতে চাইছিল, ঠিক তখনই এক তরুণ বিজেপি (BJP) সাংসদের ‘রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা’-র জন্য ঘটে যায় বিব্রতকর ঘটনা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্র সফরে, যেখানে কংগ্রেস সাংসদ শশী থারুরের (Shashi Tharoor) নেতৃত্বাধীন এক সংসদীয় প্রতিনিধি দল পৌঁছেছিল।
সেই সফরে উপস্থিত ছিলেন কংগ্রেস-ত্যাগী শিবসেনা নেতা মিলিন্দ দেওরা (Milind Deora), যাঁর সঙ্গে আগেই স্থির হয়েছিল ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (Donald Trump Jr.) এক সাক্ষাৎ। এই কথা জানতে পেরে ক্ষুব্ধ হন এক তরুণ বিজেপি সাংসদ, যিনি নিজেও এমন একটি ‘মিটিং’ (Meeting) জোগাড় করতে উদ্যত হন।
তবে ট্রাম্প জুনিয়রের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ায়, তিনি আচমকাই ঘোষণা করেন – তিনি সরাসরি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গেই দেখা করবেন। এক প্রবাসী বন্ধু, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই রয়েছেন এবং সরকারি মহলে কিছুটা প্রভাবশালী, সেই সাক্ষাৎ জোগাড় করেন। তাঁরা পৌঁছে যান ট্রাম্পের ব্যক্তিগত এস্টেট মার-আ-লাগোতে (Mar-a-Lago), ফ্লোরিডায়।
“ভারতীয় রাষ্ট্রপ্রধানের নিকটস্থ” পরিচয়, তবু অপমান?
সাংসদকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় “ভারতীয় রাষ্ট্রপ্রধানের (প্রধানমন্ত্রী) নিকটস্থ” হিসেবে। কিন্তু ট্রাম্পের চিরচরিত রুক্ষ এবং ঠাণ্ডা স্বভাব এই বৈঠকটিকে রীতিমতো বিশৃঙ্খল করে তোলে। সূত্রের খবর, ট্রাম্প ওই তরুণ বিজেপি সাংসদকে যাচ্ছেতাই অপমান করেন, যার ফলে ওই সাংসদ বিব্রত হয়ে পড়েন।
দিল্লীর কড়া ধমক
তরুণ সাংসদ দেশে ফিরে পুরো ঘটনা গোপন রাখেন, কোনও সাংবাদিক সম্মেলন বা বক্তব্যে তা উল্লেখ করেননি। তবে এই খবর পৌঁছে যায় দিল্লীর রাইসিনা হিলে (Raisina Hill)। বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই সাংসদকে ডেকে তিনজন সিনিয়র নেতার সামনে তীব্র ভর্ৎসনা করেন বলে সূত্রের দাবি।
এই ভর্ৎসনার যথেষ্ট কারণ রয়েছে। যেখানে শশী থারুরের মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রনেতা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার অভিপ্রায় করেননি, সেখানে এই তরুণ বিজেপি সাংসদের এত দুঃসাহস দেখানোর কী কারণ ছিল, তা বোঝা যায়না। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই তরুণ সাংসদ কর্ণাটকের বাসিন্দা, যিনি বিজেপির যুব সংগঠনের উচ্চপদে আসীন।