আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

Trump Vs Musk: বন্ধু এবার প্রতিপক্ষ! নয়া দল গড়লেন টেসলা কর্তা

July 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৫: ওয়ান বিগ বিউটিফুল বিল পাশ হতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ধনকুবের টেসলা কর্তার বন্ধুত্বের কফিনে শেষ পেরেক পড়ল। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-কে কেন্দ্র করে দুই বন্ধুর বন্ধুত্বে ফাটল শুরু হয়। বিলটির উদ্দেশ কর ও মার্কিন সরকারের ব্যয় সংকোচ। প্রথম থেকে এই বিলের বিরোধিতা করছিলেন ইলন মাস্ক। সোমবার মার্কিন সেনেটে এই বিল নিয়ে আলোচনা হয়। মাস্ক হুঁশিয়ারি দেন, বিল পাশ হলে তিনি নতুন রাজনৈতিক দল খুলবেন। বিল পাশ হওয়ার পরই তিনি কথা মতো রাজনৈতিক দল গড়লেন। তাঁর নজর কি হোয়াট হাউস দখলের দিকে?

বৃহস্পতিবার পাশ হয় বিতর্কিত ওয়ান বিগ বিউটিফুল বিল। আমেরিকার স্বাধীনতা দিবসে বিলে সই করে আইনের মর্যাদা দেন ট্রাম্প। মনে করা হচ্ছে, এই বিলের জেরে আমেরিকার ঋণের অঙ্ক বাড়বে, জনকল্যাণমুখী প্রকল্পগুলি ধাক্কা খাবে। নাগরিকদের স্বাস্থ্য বিমার জন্য ট্রাম্প সরকারের বরাদ্দও কমানো হবে। স্বাস্থ্য বিমার সুযোগ থেকে বঞ্চিত হবেন অনেকে।

মাস্কের দলের নাম আমেরিকা পার্টি। তাঁর কথায়, ডেমোক্র্যাট ও রিপাবলিকাবনের বাইরে দেশের মানুষ বিকল্প দলের মাধ্যমে তাঁদের কণ্ঠস্বর খুঁজে পাবেন। নিজের প্রাক্তন বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে তিনি জানান, আমেরিকায় একদলীয় ব্যবস্থা চলছে। তা নির্মূল করতেই আমেরিকা পার্টি গঠিত হল।

এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, “অপচয় আর ঘুষের কারণ আমাদের দেশকে দেউলিয়া করা হচ্ছে। দেশে গণতন্ত্র নেই, একদলীয় শাসন চলছে। তাই আজ আমেরিকা পার্টি তৈরি হল যেন আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে পারি।” একদা বন্ধু মাস্ক এবার সরাসরি ট্রাম্পে রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেলেন। মার্কিন রাজনীতি কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Elon Musk, #Donald Trump, #USA, #Political Party

আরো দেখুন