উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

শ্রাবণী মেলা আসন্ন, জল্পেশ মন্দির পরিদর্শন সারলেন পুলিশকর্তারা

July 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২২: উত্তরের অন্যতম বিখ্যাত শৈবতীর্থ হল জল্পেশ মন্দির। ফি বছর শ্রাবণী মেলায় সেখানে ভিড় জমে। ২০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। তা চলবে ১১ আগস্ট পর্যন্ত। আসন্ন শ্রাবণী মেলার প্রস্তুতি, নিরাপত্তা খতিয়ে দেখতে মন্দির ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করলেন জেলার পুলিশকর্তারা। জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) সমীর আহমেদ, ডিএসপি (ট্রাফিক) অরিন্দম পাল চৌধুরী, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ময়নাগুড়ির জল্পেশ মন্দির চত্বর ঘুরে দেখেন।

নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। ভক্তরা কোন পথ দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করবেন, কোন পথে বাইরে যাবেন, সেগুলি খতিয়ে দেখেন।
এ বছর শুধুমাত্র ৫০ টাকার টিকিট থাকছে। ভক্তরা হাতি গেট হয়ে ঢুকে স্কাইওয়াক দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। পুজো দিয়ে শিব-পার্বতী গেট হয়ে তাঁরা বেরিয়ে যাবেন। পুজো হয়ে যাওয়ার পর মন্দিরের বাইরে এসে মেলায় ঢুকতে পারবেন ভক্তরা। মন্দির কমিটিকে দু’টি টিকিট কাউন্টার তৈরি করার কথা বলা হয়েছে পুলিশের তরফে। একটি থাকবে জটিলেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তায়। অপরটি জল্পেশ মন্দিরে আসার আগে কালী মন্দিরের সামনে।

স্থানীয় ব্যবসায়ীরাও বিভিন্ন দাবি তুলে ধরেন পুলিশের সামনে। জল্পেশ ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ কানু প্রশাসনের কাছে দাবি জানান, ভক্তরা যেন মেলায় ঢুকতে পারেন। ভক্তদের যদি নতুন ব্রিজ দিয়ে বাইরে বের করা হয়, তাহলে ব্যবসার ক্ষতি হবে। ব্যবসায়ীদের দাবি, ভক্তরা পুজো দিয়ে মেলা ঘুরেই যেন বাইরে যেতে পারেন।
ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে পুলিশের। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #jalpaiguri, #Shrabani Mela, #Jalpesh Mandir Mela 2025, #Jalpesh Shiv Temple

আরো দেখুন