খেলা বিভাগে ফিরে যান

Jamal Musiala: মাঠে ভয়াবহ দুর্ঘটনার শিকার তরুণ জার্মান ফুটবলার!

July 6, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: এক মুহূর্তেই ফুটবল বিশ্বে নেমে এল অন্ধকার। বায়ার্ন মিউনিখের (Bayern Munich) তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালার (Jamal Musiala) চোট আজ শুধু জার্মান ক্লাব নয়, গোটা ফুটবল জগতকেই হতবাক করে দিয়েছে।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে (Club World Cup Quarterfinals) প্যারিস সাঁ জার্মাঁর (Paris Saint-Germain – PSG) বিরুদ্ধে খেলার সময়, প্রথমার্ধের শেষ দিকে এক ৫০-৫০ বলের লড়াইয়ে পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার (Gianluigi Donnarumma) সঙ্গে ধাক্কা লাগে মুসিয়ালার। সেই ধাক্কাতেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে (Mercedes Benz Stadium) চলছিল ম্যাচ। কিন্তু চোটের সেই মুহূর্ত এতটাই ভয়ঙ্কর ছিল যে, স্টেডিয়ামের বড় স্ক্রিনে রিপ্লে দেখানো হয়নি। মাঠেই পড়ে থাকেন মুসিয়ালা, চিৎকার করতে থাকেন যন্ত্রণায়। তাঁর বাম পায়ের নিচের অংশে গুরুতর চোট লেগেছে বলে জানা গেছে।

খেলোয়াড়দের মুখ দেখে চোটের ভয়াবহতা সহজেই বোঝা যাচ্ছিল। উভয় দলের প্লেয়াররা সঙ্গে-সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য হাত তুলে সঙ্কেত দেন। এমন কী, গোলকিপার দোন্নারুম্মাও মুসিয়ালার কাছে ছুটে যান এবং চোটের অবস্থা দেখে নিজেই কেঁদে ফেলেন। একজন প্রতিপক্ষ খেলোয়াড়ের জন্য এমন সহানুভূতির মুহূর্ত সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট অনুযায়ী, জামাল মুসিয়ালা মাত্র ১৭ বছর বয়সে, ২০২০ সালে বায়ার্ন মিউনিখের সিনিয়র দলে যোগ দেন। তখন থেকেই তিনি নজর কেড়েছিলেন ক্লাব ও দেশের ফুটবলপ্রেমীদের। ২০২২ সালের বিশ্বকাপে (World Cup 2022) তিনি হয়ে ওঠেন ১৯৫৮ সালের পর প্রথম কিশোর (Teenager) যিনি জার্মান জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলেন।

এই মুহূর্তে মুসিয়ালার সেরে ওঠার জন্য প্রার্থনা করছে গোটা জার্মানি তথা বিশ্ব। বায়ার্ন মিউনিখের হয়ে এবং তাঁর দেশের হয়ে ভবিষ্যতে অনেক কিছু দেওয়ার ছিল তাঁর। আপাতত ফুটবলপ্রেমীরা শুধু চাইছেন, দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরুন জামাল মুসিয়ালা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #Injured, #Jamal Musiala

আরো দেখুন