IND Vs ENG: ‘আকাশ’-এর তাণ্ডবে গুঁড়িয়ে গেল ইংল্যান্ড! এজবাস্টন টেস্টে ৩৩৬ রানে জয় ভারতের

প্রথম ইনিংস
ভারত: ৫৮৭ (শুভমান গিল ২৬৯, জাদেজা ৮৯. যশস্বী ৮৭, বশির ১৬৭/৩)
ইংল্যান্ড: ৪০৭ (জেমি স্মিথ ১৮৪, হ্যারি ব্রুক ১৫৮, সিরাজ ৭০/৬, আকাশ দীপ ৮৮/৪)
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৩: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের এজবাস্টনে খেলতে নামছে ভারত। প্রথম টেস্টে হারের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষ্যে নামছে শুভমনরা। অপরদিকে প্রথম টেস্ট জয়ের পরে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। দেখে নিন প্রতি মুহূর্তের খেলার লাইভ আপডেট
LIVE UPDATE
Day 5
২১:৩৫ আকাশদীপের বলে আউট কার্স। ৩৩৬ রানে জয় ভারতের।
২১:২০ জাদেজার বলে ক্যাচ আউট টং। ইংল্যান্ডের স্কোর ২৪৬-৯।
২০:৫১ ইংল্যান্ডের শেষ ভরসা স্মিথকেও ৮৮ রানে ফেরালেন আকাশদীপ। হাতছাড়া হল সেঞ্চুরি।
২০:২৭ শেষমেশ উইকেট পেলেন প্রসিদ্ধ। খারাপ শটে আউট ওকস (৭)।
১৯:০৭ ওয়াশিংটনের বলে এলবিডব্লিউ স্টোকস। ইংল্যান্ড ১৫৩/৬।
১৭:৩৮ প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্রুককে ২৩ রানে ফিরিয়ে আকাশদীপের বাজিমাত।
১৭:২৫ পঞ্চম দিনের চতুর্থ ওভারেই আকাশদীপের বলে বোল্ড অলি পোপ (২৪)। ভারত পেল বড় ব্রেকথ্রু।
Day 4
২৩:০৬: চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড ৭২/৩, জয়ের জন্য পঞ্চম দিনে প্রয়োজন ৫৩৬ রান
২২:২০: পরপর ২ উকেটের পতন, ইংল্যান্ডের স্কোর ৩০/২
২১:০০: জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৬০৮ রান।
১৮:৩৭: ঋষভ পন্থ নিজের অর্ধশতরান পূরণ করলেন।
১৮:৩০: শুভমন গিল নিজের অর্ধশতরান পূরণ করলেন।
১৭:৩৩: লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে অবধি ম্যাচের স্কোর, ভারত ৫৮৭ & ১৭৭-৩ , ৩৮ ওভার।
১৭:০৩: ঋষভ পন্থের সহজ ক্যাচ মিস ইংল্যান্ডের
১৬:৫৩: জশ টঙ্গয়ের বলে আউট হয়ে সাজ ঘরে ফিরলেন কেএল রাহুল(৫৫)
১৬:৪৩: কেএল রাহুল নিজের অর্ধশতরান পূরণ করলেন।
১৬:৩০: চতুর্থ দিনের খেলা শুরু , ভারত ২৮১ রানে এগিয়ে, ক্রিজে রয়েছে শুভমন গিল ও কেএল রাহুল। ভারতের রান সংখ্যা ১০১ – ২ উইকেটের বিনিময়
Day 3
২৩:১৫: এজবাস্টনে তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৬৪/১, এগিয়ে ২৪৪ রানে
২২:৩০: দ্বিতীয় ইনিংসে টাংয়ের বলে এলবিডব্লিউ যশস্বী। ভারতেন রান ৫১/১
২১:৫০: সিরাজের বলে বোল্ড বশির। ৪০৭ রানে অলআউট ইংল্যান্ড, ভারত এগিয়ে ১৮০ রানে।
২১:৪৪: সিরাজের বলে এলবিডব্লিউ টঙ্গ। ইংল্যান্ডের নবম উইকেটের পতন।
২১:৪০: সিরাজের বলে এলবিডব্লিউ কার্স। ইংল্যান্ডের স্কোর ৩৯৬/৮
২১:৩০: আকাশদীপের বলে ক্যাচ আউট ওকস (৫)। ইংল্যান্ড ৩৯৫/৭
২১:২০: আকাশদীপের বলে ক্যাচ আউট ওকস (৫)। ইংল্যান্ড ৩৯৫/৭
২১:১০: আকাশদীপের বলে আউট ব্রুক (১৫৮)। ইংল্যান্ডের স্কোর ৩৮৭/৬
১৮:২৮: শত রান করলেন হ্যারি ব্রুক।
১৭:৪০: জেমি স্মিথ ব্যাট থেকে এল শতরান। লাঞ্চ ব্রেকের যাওয়ার আগে ইংল্যান্ডের রান ২৪৯-৫
১৬:২০: দ্বিতীয় ইনিংসে ৩০ ওভার শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ১৩২-৫ উইকেট হারিয়ে
১৫:৫০: তৃতীয় দিনের শুরুতেই সিরাজের বোলিং ম্যাজিকে বিপাকে ইংল্যান্ড, ৫ উইকেট হারিয়ে করেছে ৯৩ রান
Day 2
২৩:০০:শুভমনের ২৬৯, আকাশদ্বীপের জোড়া ধাক্কা, ইংল্যান্ডের স্কোর দ্বিতীয়দিনে ৭৭/৩
২০:৫৫: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেন শুভমন গিল। তবে ডাবল সেঞ্চুরির পর থেমে যাননি, ২৬৯ রানে আউট হন তিনি। ভারতের সংগ্রহ — ৫৮৭/১০। এখন চাপে ইংল্যান্ড!
১৭:৩০: লাঞ্চ ব্রেকের আগে ১১০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৪১৯-৬ উইকেটের বিনিময়ে।
১৭:২০: ৮৯ রানে আউট হয়ে সাজ ঘরে ফিরলেন জাদেজা।
১৭:০০: ১০৫ ওভার শেষে ভারতের রান ৩৯১, গিল, জাদেজার যুগল বন্দিতে ৪০০ রানের দিকে এগোচ্ছে ভারত
১৬:৫১: শুভমন গিল নিজের ১৫০ রান সম্পুর্ণ করলেন
১৬:১৯: ৯৫ ওভার শেষে জাদেজা, গিলের ব্যাটে ভোর করে ৩৫০ রানের গন্ডি ছুলো ভারত
১৬:০০: ৮৯ ওভারে ভারতের স্কোর ৩৩০/৫
১৫:৫৭: দ্বিতীয় দিনের শুরুতেই জাদেজার অর্ধশতরান।
DAY 1
২৩:০০: শতরান গিলের, প্রথমদিনে ভারতের স্কোর ৩১০/৫
২১:৪১: ৬৭ ওভারে ভারতের স্কোর ২৩৮/৫
২১:০৭: ৬০ ওভারে ভারতের স্কোর ২০৮/৩
১৮:৩৬: ৩০ ওভার শেষে ভারতের রান ১১১, ২ উইকেটের বিনিময়ে।
১৭:৪১: মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ভারত রান ৯৮/২
১৭:৩৮: ২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের রান ৯৮। ক্রিজে এসেছেন ভারতের অধিনায়ক শুভমন গিল।
১৭:৩০: ব্রাইডনের বলে আউট হয়ে ৩১রান করে সাজ ঘরে ফিরলেন করুন নায়ার।
১৭:২৩: ২০ ওভার শেষে ভারতের রান ৭৫-১ উইকেটের বিনিময়ে। জয়সওয়াল(৪৫) ধিরে ধিরে নিজের অর্ধশত রান করার দিকে এগোচ্ছে। অন্য দিকে করুণ নায়ার(২৭) দারুন সঙ্গ দিচ্ছে জয়সওয়ালকে।
১৭:২৪: এজবস্টনে ভারতের হয়ে প্রথম ইনিংসেই অর্ধশতরান যশস্বী জয়সওয়ালের।
১৭:১১: ২০ ওভার শেষে ভারতের রান ৭৫-১ উইকেটের বিনিময়ে। জয়সওয়াল(৪৫) ধিরে ধিরে নিজের অর্ধশত রান করার দিকে এগোচ্ছে। অন্য দিকে করুণ নায়ার(২৭) দারুন সঙ্গ দিচ্ছে জয়সওয়ালকে।
১৬:৪৮: ১৫ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৪৫/১ উইকেটের বিনিময়। ভারতের হয়ে এই মুহুর্তে ক্রিজে ব্যাট করছেন জয়সওয়াল (১৯), করুন (২৩)।
১৬:১৮: ১০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ১৭/১ উইকেটের বিনিময়। ভারতের হয়ে এই মুহুর্তে ক্রিজে ব্যাট করছেন জয়সওয়াল (১৩), করুন (১)।
১৬:১৩ ইনিংসের ৮.৪ ওভারে প্রথম উইকেট হারালো ভারত। ২ রান করে সাজ ঘরে ফিরলেন কেএল রাহুল। ইংল্যান্ডের হয়ে প্রথম উইকেট নিলেন ক্রিস ওকস।
১৫:৫৭: প্রথম পাঁচ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৯/০। শুরু থেকেই ধরে খেলছেন দুই ওপেনার।
১৫:৩২: ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।
১৫.০৪: টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের
ভারতের প্রথম একাদশ:- লোকেশ রাহুল,যশস্বী জয়সওয়াল,করুণ নায়ার,শুভমন গিল (অধিনায়ক),ঋষভ পন্থ, নীতিশ কুমার রেড্ডি,রবীন্দ্র জাডেজা,ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ সিং , মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।