দেশ বিভাগে ফিরে যান

স্কুলের একটি দেওয়াল রঙ করতে লক্ষ টাকা খরচ! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ঘটনায় অবাক জনতা

July 6, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৫: বিহারের পশু খাদ্য কেলেঙ্কারিকেও ফেল পড়িয়ে দিচ্ছে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের স্কুল রঙ দুর্নীতি! এক সরকারি স্কুলের একটিই দেওয়াল রঙ করা হবে। তার জন্য লাগবে চার লিটার রঙ। ২৩৩ জন মিস্ত্রি! তার মধ্যে ভাগ রয়েছে। এক দেওয়াল রাঙাতে ৬৫ জন রাজমিস্ত্রিকে সাহায্য করবেন ১৬৮ জন জোগাড়ে। খরচ ১.০৭ লাখ টাকা! মধ্যপ্রদেশের শাহদোল জেলায় সাকান্দি গ্রামের সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। বিলের ছবি সমাজ মধ্যমে ভাইরাল হয়েছে। খরচের এমন বহর দেখে তোলপাড় নেটপাড়া।

শাহদোল জেলার নিপানিয়া গ্রামের অন্য একটি স্কুলে ১০টি জানালা এবং চারটি দরজা রঙ করার জন্য ২৭৫ জন জোগাড়ে ও ১৫০ জন রাজমিস্ত্রি নিযুক্ত করা হয়েছিল। তাতে নাকি ২০ লিটার রঙ ব্যয় হয়েছে যা কিনতে খরচ হয়েছে ২.৩ লক্ষ টাকা! সোশাল মিডিয়ায় দুই স্কুলের বিল ভাইরাল হতেই মধ্যপ্রদেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিল তৈরি হয়েছে চলতি বছরের ৫ মে। বিল দুটি পরপর ক্রমাঙ্কের, তারিখ একই দিনের। বিল অনুযায়ী, দুই স্কুলেই রঙের কাজ করেছে ‘সুধাকর কনস্ট্রাকশন’ নামের একটি নির্মাণ সংস্থা।

নিপানিয়া গ্রামের স্কুলের বিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মাসখানেক আগেই তাতে অনুমোদন দিয়েছিলেন স্কুলের। নিয়ম-বহির্ভূতভাবে বিলে অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কাজ হয়েছে কি না খতিয়ে দেখে, তার ছবি দিতে হয় বিলের সঙ্গে। ছবি দেখে, সব কিছু যাচাই করে তবে বিল ছাড়তে পারে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। বিতর্কের জেরে জেলা স্কুল পরিদর্শক জানান, তদন্ত হচ্ছে। স্কুল দুটির বিলের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। তথ্যপ্রমাণ পেলে কড়া পদক্ষেপ করা হবে। ভারতে ঘটে যাওয়া অন্যতম বড় দুর্নীতি ছিল ব্যাপম দুর্নীতি। যা ঘটেছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকারের আমলে। স্কুল রঙ দুর্নীতি প্রমাণ করে দিচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ আছে মধ্যপ্রদেশেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#School Wall Painting Scam, #MP Wall Painting Scam, #Madhya Pradesh Corruption News, #School Paint Scam Viral Bill, #Corruption, #double engine sarkar, #Madhya Pradesh School Paint Scam

আরো দেখুন