খেলা বিভাগে ফিরে যান

দেশের মাটিতে ‘সোনার ছেলে’ নীরজের স্বর্ণপদক জয়

July 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ৮৬.১৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতলেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। তৃতীয় প্রয়াসে এই দূরত্ব অতিক্রম করেন নীরজ। তাৎপর্যপূর্ণভাবে নিজের নামে নামাঙ্কিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এ ক্যাটাগরির টুর্নামেন্টে এই সাফল্য পেলেন নীরজ।

উল্লেখ্য, নীরজ চোপড়া ক্লাসিক ২৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভারত-পাক সংঘর্ষের আবহে টুর্নামেন্টটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নীরজ চোপড়া। এই ইভেন্টটিতে রুপোর পদক জিতেছেন কেনিয়ার জুলিয়াস ইয়েগো। শ্রীলঙ্কার রুমেশ পাথিরেজ ব্রোঞ্জ পদক পেয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা এই ইভেন্টটিতে অনুমোদন দিয়েছে। দেশের দর্শকদের সামনে প্রথমবার আয়োজিত এই ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ। এর আগেই প্যারিস ডায়মন্ড লিগ এবং ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক ইভেন্টে সোনা এসেছিল তাঁর ঝুলিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Neeraj Chopra, #javelin

আরো দেখুন