Reuters blocked: ভারতে ব্লক হল রয়টার্স, মতপ্রকাশের স্বাধীনতার কণ্ঠরোধ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের (Reuters) অফিশিয়াল এক্স হ্যান্ডেল ভারতে এখন আর দেখা যাচ্ছে না। “আইনি নির্দেশে” (Legal Demand) এই অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে – এই মর্মে বার্তা দেখা যাচ্ছে যখনই ভারত থেকে কেউ @Reuters অ্যাকাউন্টটি দেখতে চাইছেন। তবে ঠিক কোন কারণে এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি রয়টার্স কর্তৃপক্ষ।
Thomson Reuters-এর অংশ এই সংবাদ সংস্থা বিশ্বের ২০০টিরও বেশি জায়গায় ২,৬০০ জন সাংবাদিক নিয়ে কাজ করে। অথচ, এমন একটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমের প্রধান অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ?
এই ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন – এটি নিছকই কোনো আইনি সিদ্ধান্ত নয়, বরং বিজেপি সরকারের (BJP government) মিডিয়া নিয়ন্ত্রণের আরও একটি নজির। দেশের ভিতরে এবং বাইরেও একাধিকবার অভিযোগ উঠেছে, এই সরকার স্বাধীন সংবাদমাধ্যমকে স্তব্ধ করে দিতে চায় – এই ঘটনা যেন তার আরও একটি প্রমাণ।
অবশ্য রয়টার্সের টেক নিউজ (Reuters Tech News), ফ্যাক্ট চেক (Fact Check), চীন (Reuters China) বা এশিয়ার (Reuters Asia) মত কিছু সাব-হ্যান্ডল এখনও খোলা রয়েছে। তবে মূল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে বিশ্বাসযোগ্য সংবাদের প্রবাহে বড় রকমের বাধা তৈরি হয়েছে ভারতীয় পাঠকদের জন্য।
মতপ্রকাশের অধিকার আজ প্রশ্নের মুখে
ভারতের সংবিধান যেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে (Freedom of the Press) মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়, সেখানে বিজেপি সরকার দিনের পর দিন স্বাধীন সংবাদসংস্থা, সাংবাদিক, এবং স্বাধীন কণ্ঠকে দমন করে চলেছে। কখনও ইউটিউব চ্যানেল বন্ধ, কখনও ফ্যাক্ট চেক পোর্টাল নিষিদ্ধ, কখনও আবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অ্যাকাউন্টে ব্লক – সব মিলিয়ে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদমাধ্যম আজ প্রবল আক্রমণের মুখে।