রান মেশিন Gill-র ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন বুনছে ভারত, দ্বিতীয় ইনিংসে কী কী নজির গড়লেন তরুণ অধিনায়ক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: ইংল্যান্ডের সামনে রানের পাহাড়। সিরাজদের দরকার মাত্র সাতখানা উইকেট। অধিনায়ক গিলের ব্যাট দুরন্ত গতিতে ছুটছে। এজবাস্টনে প্রথম ইনিংসে দ্বিশতরানের পর দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন তিনি। প্রথম ইনিংসে ২৬৯ রানের আর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান। একই টেস্টে ৪৩০ রান করেছেন ভারতের তরুণ অধিনায়ক।
এক নজরে গিলের রেকর্ড
গ্রাহাম গুচের পর শুভমন বিশ্বের দ্বিতীয় অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে এক টেস্টে দ্বিশতরান ও শতরানের ইনিংস খেলেছেন।
বিশ্ব রেকর্ড করেছেন শুভমন। লাল বলের ক্রিকেটের ইতিহাসে বিশ্বের একমাত্র ব্যাটার হিসাবে একই টেস্টে দ্বিশতরান ও ১৫০ রানের ইনিংস খেললেন গিল।
বিশ্বের দ্বিতীয় অধিনায়ক হিসাবে শুভমনই নিজের প্রথম দুই টেস্টের তিনটে ইনিংসে ১০০-এর বেশি রান করেছেন। একমাত্র কোহলির এই কীর্তি ছিল এতদিন।
দেশের অধিনায়ক হিসাবে অভিষেক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড এখন গিলের দখলে।
এশিয়ার বাইরে এশিয়ার ব্যাটারদের মধ্যে এক টেস্টে সর্বাধিক রান করেছেন শুভমন। ভেঙেছেন লিটল মাস্টার সুনীল গাভাস্কারের রেকর্ড।
এক টেস্টের দুই ইনিংসেই ১০০-এর বেশি রানের ইনিংস খেলার তালিকায় ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমন এখন তৃতীয় স্থানে।
বিশ্বের নবম তথা ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবে শুভমন এক টেস্টে দ্বিশতরান ও শতরান করলেন।