Zohran Mamdani: কোটিপতি জোহরান কতটা ‘সমাজতান্ত্রিক?’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১২: নিউ ইয়র্ক (New York – NYC) শহরের মেয়র নির্বাচন আর মাত্র চার মাস দূরে, আর সেই নিয়ে রাজনীতি তুঙ্গে। বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানীর (Zohran Mamdani) চারপাশে বিশেষ আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত পরিচালক মীরা নায়ার (Mira Nair) ও লেখক-অধ্যাপক মেহমুদ মামদানীর (Mahmood Mamdani) পুত্র এই রাজনীতিবিদ এখন নানা বিতর্কের কেন্দ্রে, বিশেষ করে তাঁর সমাজতান্ত্রিক চিন্তাধারা ও পরিকল্পনার জন্য।
জোহরান মামদানী নিউ ইয়র্ক রাজ্য অ্যাসেম্বলির সদস্য, এবং তিনি Democratic Socialists of America-র সদস্য হিসেবেও পরিচিত। তবে তাঁর সমাজতান্ত্রিক আদর্শ এখন জনসাধারণ ও রাজনৈতিক বিশ্লেষকদের নজরে পড়েছে অন্যভাবে – তাঁর পরিবারের আর্থিক সামর্থ্য এবং প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড নিয়ে।
মীরা নায়ার, যিনি Monsoon Wedding ও The Namesake-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিনেমা পরিচালনা করেছেন, একসময় নিউ ইয়র্কের পশ্চিম চেলসিতে ৪২০ ওয়েস্ট ২৫তম স্ট্রিটে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন ২০০৮ সালে। সেই সময়ে ফ্ল্যাটটির দাম ছিল প্রায় ১.৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১১.৪৫ কোটি ভারতীয় টাকা (মার্কিন ডলার ৮৩ টাকায় ধরলে)। ২০১৯ সালে সেটি বিক্রি হয় ১.৪৫ মিলিয়ন ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২.০৩ কোটি টাকা। বর্তমানে সেই ফ্ল্যাটের মূল্য আনুমানিক প্রায় ১.৯ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৫.৭৭ কোটি টাকা।
শুধু তাই নয়, মামদানী নিজেও একটি ৪ একর জমির মালিক, যা তিনি ২০১২ সালে পূর্ব আফ্রিকার উগাণ্ডায় কিনেছিলেন। সেই সম্পত্তির বর্তমান মূল্য আনুমানিক ১.৫-২.৫ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১.২৪ কোটি থেকে ২.০৭ কোটি ভারতীয় টাকার মধ্যে।
এই তথ্যগুলো সামনে আসার পর অনেক সমালোচক দাবি করছেন, মামদানী যেভাবে কমিউনিস্ট কায়দায় সম্পদের পুনর্বন্টন এবং শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে সোচ্চার, তা নাকি তাঁর নিজের আর্থিক প্রেক্ষাপটের সঙ্গে খাপ খায় না। তাঁদের মতে, মামদানী এমন এক পরিবার থেকে এসেছেন যেখানে বিলাসিতা ও প্রাচুর্য রয়েছে প্রচুর, তাই সাধারণ মানুষের সংগ্রামের কথা বলা তাঁর পক্ষে “বিশ্বাসযোগ্য নয়”।
তবে মামদানী বারবার জানিয়েছেন যে তিনি তাঁর অবস্থান ও প্রিভিলেজ স্বীকার করেন, এবং সেই প্রিভিলেজকেই কাজে লাগিয়ে সমাজে ন্যায় ও সমতার বার্তা পৌঁছে দিতে চান। ইতিমধ্যেই সরকার পরিচালিত সুপারমার্কেট নিয়ে মামদানীর বক্তব্য সমালোচনার মুখে পড়েছে, এবং নিউ ইয়র্কের বর্তমান মেয়র ও আগামী নির্বাচনে নির্দল প্রার্থী এরিক এডামস (Eric Adams) তথ্য তুলে দেখিয়েছেন, যে জোহরানের বক্তব্য এবং পরিকল্পনা কতটা ভিত্তিহীন এবং ক্ষতিকর।