এক বছরে মোদী সরকারের বিরুদ্ধে জমা পড়েছে ২২ লক্ষ অভিযোগ!

তিনি আরও জানিয়েছেন, প্রতিটি বিভাগেই অভিযোগ জমা করার বিভাগ রয়েছে। সেখান থেকেও সমস্যা সমাধান করার চেষ্টা চলেছে।

February 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত এক বছরে সরকারের বিরুদ্ধে ২২ লক্ষের বেশি অভিযোগ জমা পড়েছে সরকারি পোর্টালে। যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার রাজ্যসভায় এ কথা জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং (Dr Jitendra Singh)।

মাত্র একবছরে জমা হওয়া অভিযোগের সংখ্যা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। তাদের কথায়, বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিষে্বা ব্যাহত হচ্ছে। অথবা অভ্যন্তরীণ কারণে পরিষেবা পাচ্ছে না আমজনতা। তাই দিন দিন সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। এই অভিযোগের পাহাড় তারই প্রমাণ।

সরকারি তথ্য অনুযায়ী, সেন্ট্রাল পাবলিক গ্রিভেন্স রিঅ্যাড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেমে ২০২০ সালে ২২ লক্ষ ৭১ হাজার ২৭০ অভিযোগ জমা পড়েছে। ২০১৯ সালে ১৮ লক্ষ ৬৭ হাজার ৭৫৮টি অভিযোগ জমা পড়েছিল। ২০১৮ সালে সংখ্যাটা ছিল আরও কম। মাত্র ১৫ লক্ষ ৮৬ হাজার ৪১৫টি। এর মধ্যে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। মাত্র ১০ লক্ষ ২৩ হাজার ৩০০টি অভিযোগের সমাধান হওয়া বাকি হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, সমস্যা সমাধান করতে নিয়মিত বৈঠকে বসছেন মন্ত্রকের কর্মীরা। তারা নিয়মিত অভিযোগের উপর নজর রাখছে। সেই সমস্যা মেটানোর চেষ্টাও করা হচ্ছে। চলতি বছরে শুরুতেই ৫ জানুয়ারি বৈঠকে বসেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকের কর্মীরা। তিনি আরও জানিয়েছেন, প্রতিটি বিভাগেই অভিযোগ জমা করার বিভাগ রয়েছে। সেখান থেকেও সমস্যা সমাধান করার চেষ্টা চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen