বেড়েই চলেছে করোনার দাপট! একদিনে দেশে ১৭ হাজার পার আক্রান্তের সংখ্যা

উদ্বেগ বাড়াচ্ছে দেশের কোভিড গ্রাফ

June 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: telanganatoday.com

উদ্বেগ বাড়াচ্ছে দেশের কোভিড গ্রাফ। চতুর্থ ঢেউয়ের চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন।

লাগাম ছাড়া মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। চিন্তায় রাখছে কেরল এবং দিল্লির পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্ত ৫ হাজারের বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৮৮ হাজার ২৮৪ জন। যা গতকালের থেকে ৪ হাজার ২৯৪ জন বেশি।

গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৫৪ জন। করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ২৯ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৯ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen