বিজেপির ২৫ জন বিধায়ক যোগাযোগ রাখছেন, ইডি থেকে বেরিয়ে বললেন অভিষেক
তৃণমূলে অন্যান্য রাজ্য সংগঠন তৈরী করবে।
September 6, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

প্রায় ৯ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর দিল্লির ইডির অফিস থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান, তিনি ইডির সঙ্গে সবরকমের সহযোগিতা করেছেন। সেখানে লিখিত বয়ানও দিয়েছেন তিনি।
তিনি বলেন, উৎসর্গ করে দেবেন, কিন্তু বিজেপির কাছে মাথা ঝোকাবেন না। তিনি ও বলেন যে বিজেপির ২৫ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু তাদের দলে নেওয়া হচ্ছে না।
অভিষেক বলেন, তৃণমূলে অন্যান্য রাজ্য সংগঠন তৈরী করবে। তিনি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানান ইডি বা সিবিআই দিয়ে তাদের থামাতে।