মহারাষ্ট্রে বাসে আগুন লেগে মৃত অন্তত ২৫, আহত বেশ কয়েকজন

নাগপুর থেকে পুনে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর,  ডিভাইডারে ধাক্কা মেরে আগুন ধরে যায় বাসটিতে।

July 1, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহারাষ্ট্রে বিয়েবাড়ির বাসে আগুন। পুড়ে মৃত অন্তত ২৫। কমপক্ষে আহত আট জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শুক্রবার গভীর রাতে বুলধানা জেলায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। নাগপুর থেকে পুনে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর,  ডিভাইডারে ধাক্কা মেরে আগুন ধরে যায় বাসটিতে।

জানা যায়, রাত দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে। বাসে ৩৩ জন যাত্রী ছিলেন। বাকিদেরও দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।    পুলিশ সূত্রে খবর, টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। তারপরই আগুন ধরে যায় বাসটিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen