বিহারে অ্যাম্বুল্যান্সে গণধর্ষণ চাকরিপ্রার্থী তরুণীকে
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন ওই তরুণী। কিন্তু পরীক্ষাকেন্দ্রে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: চলন্ত অ্যাম্বুল্যান্সে এক তরুণীকে গণধর্ষণ! বিহারে বৌদ্ধ গয়ায় (Bihar’s Bodh Gaya) হোমগার্ড নিয়োগ (Home Guard recruitment) পরীক্ষার সময়ে জ্ঞান হারিয়েছিলেন এক তরুণী। অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সে তাঁকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অ্যাম্বুল্যান্সের চালক এবং প্রযুক্তিকর্মীকে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন ওই তরুণী। কিন্তু পরীক্ষাকেন্দ্রে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপরই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অভিযোগ, চলন্ত অ্যাম্বুল্যান্সে চার যুবক তরুণীকে গণধর্ষণ করেন। এরপরই শুক্রবার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের দু’ঘণ্টার মধ্যেই অ্যাম্বুল্যান্সের চালক এবং এক টেকনিশিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন বিনয় কুমার এবং অজিত কুমার। বিনয় গয়া জেলার বাসিন্দা। অন্যদিকে, অজিতের বাড়ি নালন্দা জেলায়।
এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘মহিলা অভিযোগ করেছেন, হাসপাতালের পথে তাঁকে যৌন হেনস্থা করেছেন অ্যাম্বুল্যান্সের চালক এবং সহকারী।’’ অভিযোগ পেয়ে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছেন গয়া পুলিশের সিনিয়র সুপার।