গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৫২, মৃতের সংখ্যা শূন্য
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৫২ জন।
October 29, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৫২ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৭ হাজার ৯৬৩। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃত্যু শূন্য বাংলা।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২৭ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৫ হাজার ৫৬৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।
একদিনে ৫ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৯০ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৬,৬১৫টি ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১কোটি ৫২ লক্ষ ৪০ হাজার ৩৮১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।